Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গলাচিপা বালুর মাঠ দখলমুক্ত করল ভ্রাম্যমাণ আদালত

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৯ মার্চ ২০১৯, ০৭:৩৮ PM
আপডেট: ০৯ মার্চ ২০১৯, ০৭:৩৮ PM

bdmorning Image Preview


পটুয়াখালীর গলাচিপা পৌর এলাকার আড়ৎ পট্টি নদীর তীর দখল করা রাখা ইট ও বালুর আড়ৎ দখলমুক্ত করল ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. রফিকুল ইসলাম ও সহকারি কমিশনার (ভূমি) সুহৃদ সালেহীন গলাচিপা থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।

এ সময় প্রত্যেক আড়ৎদারকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। সমস্ত মালামাল অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশ অমান্য করলে ঘটনাস্থলের সকল মালামাল নিলাম দেওয়া হবে।

সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহল আড়ৎপট্টি সংলগগ্ন রাবনাবাধ নদের তীর দখল করে ইট, বালুর আড়ৎ তৈরি করে ব্যবসা  করছিল। এলাকাবাসীর চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় উপজেলা এ উদ্যোগ গ্রহণ করে।

Bootstrap Image Preview