Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাবিতে সমাজকর্ম অ্যালামনাই সম্মেলন অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি:
প্রকাশিত: ০৯ মার্চ ২০১৯, ০৭:১৮ PM
আপডেট: ০৯ মার্চ ২০১৯, ০৭:১৮ PM

bdmorning Image Preview


রাজশাহী বিশ্ববিদ্যালয় সমাজকর্ম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুল চত্বরে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান।

এরপর সম্মেলনে অংশগ্রহণকারীদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা ও অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া।

সমাজকর্ম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন ও বিভাগীয় সভাপতি অধ্যাপক মো. এমাজ উদ্দিন ধন্যবাদ জ্ঞাপন করেন।

এর আগে সময় জেড এইচ শিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস, প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার, সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক ড. ফখরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview