Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পরীক্ষার টাকা আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষিকা বরখাস্ত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ মার্চ ২০১৯, ০৬:৪৫ PM
আপডেট: ০৯ মার্চ ২০১৯, ০৬:৪৫ PM

bdmorning Image Preview


পরীক্ষার ফির অর্থসহ সরঞ্জামাদি আত্মসাতের অভিযোগে চাঁদপুরের কচুয়ায় উপজেলায় একটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার আ. ন. ম. এহছানুল হক মিলন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষিকার নাম শামীমা আক্তার।

ওই বিদ্যালয়ের কম্পিউটার, প্রজেক্টর, দাতা সদস্য থেকে পাওয়া অর্থ এবং বিদ্যালয়ের জেএসসি ও এসএসসি পরীক্ষার ফরম ফিলাপের অর্থ আত্মসাতের অভিযোগে পরিচালনা পর্ষদ তাকে সাময়িক বরখাস্ত করে।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট আবু ইউসুফ কর্তৃক স্বাক্ষরিত প্রধান শিক্ষিকাকে পাঠানো সাময়িক বরখাস্তের চিঠিতে উল্লেখ করা হয়, গত ৭ মার্চ পরিচালনা পর্ষদের অনুষ্ঠিত সভায় প্রধান শিক্ষকের দাখিলকৃত জবাব সন্তোষজনক না হওয়ায় পরবর্তী সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত তাকে বিদ্যালয়ের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত গৃহীত হয়।

৯ মার্চ থেকে এ সাময়িক বরখাস্ত কার্যকর হবে এবং একই দিন থেকে বিদ্যালয়ের সিনিয়র ধর্মীয় শিক্ষক আনোয়ার হোসেনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রধান শিক্ষিকা শামীমা আক্তার তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, কতিপয় শিক্ষকের প্ররোচনায় পরিচালনা পর্ষদ পরিকল্পিতভাবে আমাকে বিদ্যালয় থেকে সরিয়ে দেয়ার জন্য এ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুর বলেন, কয়েক দিন আগে প্রধান শিক্ষক জানিয়েছেন যে, তার বিদ্যালয়ের কম্পিউটার চুরি হয়েছে। তাকে সাময়িকভাবে বরখাস্তের বিষয়টি আমার জানা নেই।

Bootstrap Image Preview