Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১১ মার্চ রাবিতে দুই বাংলার লেখকদের সম্মেলন

রাবি প্রতিনিধি:
প্রকাশিত: ০৯ মার্চ ২০১৯, ০৬:০২ PM
আপডেট: ০৯ মার্চ ২০১৯, ০৬:০২ PM

bdmorning Image Preview


দুই বাংলার প্রায় দুই শতাধিক ছোটকাগজকর্মী, সম্পাদক, লেখক ও পাঠকদের নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী চিহ্নমেলা শুরু হচ্ছে আগামী ১১ মার্চ। উনিশ বছরের ছোটকাগজ চিহ্নের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের সামনের চত্বরে ১২ মার্চ পর্যন্ত চলবে সাহিত্য মেলাটি।

শনিবার (৯ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডীনস্ কমপ্লেক্স শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান চিহ্নমেলা চিরায়তবাঙলা-২০১৯ এর আহ্বায়ক অধ্যাপক শহীদ ইকবাল।

সম্মেলনে জানানো হয়, দুই দিনব্যাপী মেলার প্রথম দিনে সকাল দশটায় উদ্বোধন ও র‌্যালির মাধ্যমে মেলার পর্দা উঠবে। দিনব্যাপী অনুষ্ঠানমালায় থাকছেন হাসান আজিজুল হকের সভাপতিত্বে প্রভাত চেীধুরীর রবীন্দ্র-তর্পণ। ‘জিজিটাল বাংলাদেশে বাঙ্গালি জীবনের সাহিত্য’ বিষয়ে আলোচনা।

মেলার দ্বিতীয় দিন শুরু হবে কবিতা পাঠ দিয়ে। সাহিত্য ও বিজ্ঞান: ‘দোঁহে অভেদ’ শীর্ষক অনুষ্ঠানে বিধানচন্দ দাসের প্রবন্ধকে সূত্র করে কথা বলবেন, ইমেরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাক, অধ্যাপক মুহম্মদ নূরুল্লাহ, অধ্যাপক গোলাম কবীর ও অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

আরও জানানো হয়, সৃজনশীল ও মননশীল শাখায় প্রান্তিক দু'জন সাহিত্যিকসহ দুই বাংলার আটটি ছোটকাগজকে সম্মাননা প্রদান করা হবে। এ ছাড়া শেষে চিহ্নপুরস্কার ও ছোটকাগজ সম্মাননার পর কলকাতার গানের দল ‘মনভাষা’ পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সমাপ্ত হবে ‘চিহ্নমেলা চিরায়তবাঙলা-২০১৯’। এর আগে ২০১১, ২০১৩, ২০১৬ সালে এই মেলার আয়োজন করে চিহ্ন কর্তৃপক্ষ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক এস এম সাইদুল আম্বিয়া, খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক আবুল ফজল প্রমুখ।

Bootstrap Image Preview