Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মতলব উত্তরে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০৯ মার্চ ২০১৯, ০৪:৫৬ PM
আপডেট: ০৯ মার্চ ২০১৯, ০৪:৫৬ PM

bdmorning Image Preview


নিরাপদ সড়ক চাই (নিসচা) চাঁদপুরের মতলব উত্তর উপজেলা শাখার উদ্যোগে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মার্চ) সকালে উপজেলার মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিসচা মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি ও নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

প্রধান অতিথি এমএ কুদ্দুস বলেন, আমাদের জীবনের নিরাপত্তা নিজেকেই দিতে হবে। আমি যদি আমার জীবনের নিরাপত্তা না দিতে পারি তাহলে আর কেউ দিতে পারবে না। সেদিক চিন্তা করে সড়কে সাবধানতার সাথে চলাচল করতে হবে।

তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনা আমাদের কারোই কাম্য নয়। আমরা চাই আর একটিও যেন দুর্ঘটনা না ঘটে। সড়ক দুর্ঘটনা রোধে চালক পথচারীসহ সকলকে সচেতন হতে হবে। আমরা নিসচা'র পক্ষ থেকে বিভিন্ন সচেতনতামূলক প্রচার-প্রচারণার মধ্যদিয়ে যেটা করে থাকি।

এ সময় তিনি সড়কে চলাচল বিষয়ক বিভিন্ন সচেতনতামূলক দিকনির্দেশনা উপস্থাপন করেন ও এ বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. আবদুর রহিম পাঠানের সভাপতিত্বে ও নিসচা মতলব উত্তর শাখার সাধারণ সম্পাদক হাসান আল মামুনের সঞ্চালনায় এ সময়বক্তব্য রাখেন, মমরুজকান্দি সপ্তগ্রাম উবির প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম, নিসচা মতলব উত্তর শাখার সহ-সভাপতি কাউন্সিলর মো. বোরহান উদ্দিন, কার্যকরী সদস্য আবুল বাশার খোকন, কাজী সালাউদ্দিন, মো. শাহআলম, যুব বিষয়ক সম্পাদক মতিউর রহমান মতিন প্রমুখ।

Bootstrap Image Preview