Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ড্রিম হলিডে পার্কে স্পিকারের নেতৃত্বে সংসদ সদস্যদের বনভোজন

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ০৯ মার্চ ২০১৯, ০৪:৪৮ PM
আপডেট: ০৯ মার্চ ২০১৯, ০৪:৪৮ PM

bdmorning Image Preview


নরসিংদী সদর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন পাঁচদোনা ড্রিম হলিডে পার্কে সংসদ সদস্যরা স্পীকারের নেতৃত্বে বনভোজন করলেন।

শনিবার (৯ মার্চ) দুপুর ১২টায় এ বনভোজনে প্রধান অতিথি  ছিলেন স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এ সময় বিষেশ অতিথি ছিলেন, সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, ডেপুটি স্পিকার মো ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সিলেট-১ আসনের এমপি ও কিশোরগঞ্জ সদর এর এমপি, নারায়নগঞ্জ-২ আসনের এমপি, নরসিংদী সদর আসনের এমপি নজরুল ইসলাম হিরু, নরসিংদী-২ আসনের এমপি ড. দিলীপ, শিবপুর-৩ আসনের এমপি আলহাজ্ব জহিরুল হক মোহনসহ অধিকাংশ সংসদ সদস্যরা।

আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ সচিবালয়ের দায়িত্বে থাকা সচিবসহ সরকারি কর্মকর্তাগণ। এ সময় প্রধান অতিথিকে এই জেলার আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন।

এ সময় প্রধান অতিথি ড. শিরীন শারমিন চৌধুরী এই ড্রিম হলি ডে পার্কে খাবারের আয়োজনে অতিথিদের দেখার জন্য বিভিন্ন মোড় ঘুরে ঘুরে পরিদর্শন করেন এবং এই জেলার নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন।

খাবারের পর ড. শিরীন শারমিন চৌধুরী এই পার্কের বিভিন্ন চিত্রগুলো পরিদর্শন করেন ও কিছুক্ষণ ছোট বাচ্চাদের সাথে কুশল বিনিময় করেন।

এ দিকে নরসিংদী জেলার পুলিশ সুপারের নেতৃত্বে স্পীকারকে নিরাপত্বা দিতে পার্কের সামনে তৎপর দেখা যায়।

Bootstrap Image Preview