Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মোটরসাইকেলে মিলল ১২২ বোতল ফেনসিডিল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ মার্চ ২০১৯, ০৩:০৭ PM
আপডেট: ০৯ মার্চ ২০১৯, ০৩:০৭ PM

bdmorning Image Preview


মাগুরা শহরের ঢাকা রোড এলাকা থেকে অভিনব উপায়ে মোটরসাইকেলের তেলের ট্যাংকিসহ বিভিন্ন অংশে লুকিয়ে পাচারের সময় ১২২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

এ সময় হাফিজুর রহমান (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, শনিবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোটরসাইকেলটিসহ হাফিজুর রহমানকে আটক করে পুলিশ। এ সময় মোটরসাইকেলের বডি ও তেলের ট্যাংকির ভেতরে অভিনব পন্থায় রাখা ১২২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

হাফিজুর যশোরের শার্শা উপজেলার বাগআচড়ার পাহাড় কাইবা গ্রামের মিজানুর রহমানের ছেলে। তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। শার্শা থেকে মাদক সংগ্রহ করে তিনি ফরিদপুর, মাগুরাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।

বাগআচড়ার সাইদুল নামে এক ব্যক্তি এ মাদকের মালিক বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন হাফিজুর।

Bootstrap Image Preview