Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আগামীকাল গোদাগাড়ী উপজেলা নির্বাচন, কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জামাদি

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি 
প্রকাশিত: ০৯ মার্চ ২০১৯, ০২:৫৮ PM
আপডেট: ০৯ মার্চ ২০১৯, ০২:৫৮ PM

bdmorning Image Preview


আগামীকাল রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট। প্রথম ধাপে অনুষ্ঠিতব্য নির্বাচনে রাজশাহী গোদাগাড়ী উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট চলবে সকাল ৮টা থেকে টানা বিকেল ৪টা পর্যন্ত। এরই মধ্যে নির্বাচন সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে গোদাগাড়ী প্রশাসন।

এদিকে আজ শনিবার বেলা প্রায় ১২ টার সময় হতে উপজেলার ৯৪ টি ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের হাতে ভোটের ব্যালেট পেপার, সিল ও ভোট বাক্স বুঝিয়ে দেওয়া হয়েছে। তারা পুলিশ ও আনসারের সহযোগিতায় ভোট কেন্দ্রে সরঞ্জমাদি নিয়ে যেতে থাকে। 

গোদাগাড়ী উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি প্রিজাইডিং অফিসার মোহাম্মদ মশিউর রহমান বলেন, আগামীকাল ১০ মার্চ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আইন শৃংঙ্খলা রক্ষায় পুলিশ, ৩ প্লাটুন বিজিবি, র‌্যাব সহ আনসার সদস্য ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ ফোর্স নিয়োজিত থাকবে বলে জানান। গোদাগাড়ী উপজেলায় ৩৫ টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহিৃত করা হয়েছে।

গোদাগাড়ী উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ৩৮ হাজার ৩৪ জন। ভোট কেন্দ্র ৯৪ টি বুথের সংখ্যা ৬১৬ টি।

Bootstrap Image Preview