Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সেনবাগে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৫

জামশেদুল রহমান, সেনবাগ প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৯ মার্চ ২০১৯, ০২:৪৯ PM
আপডেট: ০৯ মার্চ ২০১৯, ০২:৪৯ PM

bdmorning Image Preview


নোয়াখালীর সেনবাগ থানা পুলিশের পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ১১ মামলার পলাতক আসামি মো: মামুন প্রকাশ কসাই মামুনকে (৩৫) গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৯ মার্চ) ভোরে সেনবাগ থানার এসআই আশিকুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মামুনের বাড়ি সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়নের পাঁচতুপা গ্রামের। সে ওই গ্রামের মিঝি বাড়ির আবুল কালামের ছেলে।

তার বিরুদ্ধে সেনবাগ, সোনাইমুড়ি, লাঙ্গলকোট, ফেনী ও মিরসরাই থানা চুরি, ডাকাতিসহ ১১টি মামলা রয়েছে। এরমধ্যে সেনবাগ থানায় ৩টি।

একই রাতে সেনবাগ থানার এসআই জসিম উদ্দিন ও এএসআই মো: জালাল অভিযান চালিয়ে তিন মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গিয়াস উদ্দিনকে (৪৩) গ্রেফতার করেছে।

গিয়াস উদ্দিন আদালতের দেওয়া তিন মাসের সাজাপ্রাপ্ত ও ৩ লাখ টাকার জরিমানার আসামি।

এছাড়াও একই রাতে থানার এসআই গৌর চন্দ্র সাহা অপর এক অভিযান চালিয়ে পৌরসভা বাবুপুর থেকে আবদুল লতিফের ছেলে ওয়ারেন্টর পলাতক আসামি মোঃ রবিন (২২) ও উপজেলার কাবিলপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে কামাল উদ্দিন (৩৮) গ্রেফতার করেছে এবং এএসআই মোঃ কাউছার নবীপুর ইউনিয়নের দেবীসিংহপুর গ্রামের অভিযান চালিয়ে মোস্তফার ছেলে বাহার উদ্দিনকে (১৫) গ্রেফতার করেছে।

শনিবার দুপুরে তাদেরকে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। 

Bootstrap Image Preview