Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টসে জিতলে বোলিং নেওয়ার ইঙ্গিত রোডসের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ মার্চ ২০১৯, ০২:৩২ PM
আপডেট: ০৯ মার্চ ২০১৯, ০২:৩২ PM

bdmorning Image Preview


রেসিন রিজার্ভ টেস্টে প্রথম দুই দিনই বৃষ্টির বাধায় পড়েছে। তবে নিউজিল্যান্ডের আবহাওয়া দপ্তর জানাচ্ছে টেস্টের বাকি তিন দিনে আকাশ থাকবে পরিস্কার। এমন তথ্যে দ্বিতীয় টেস্টের ফলাফল আসা সম্ভব বলে মনে করছেন বাংলাদেশ কোট স্টিভ রোডস। একই সাথে টসে জিততে আগে বোলিং করার ইঙ্গিত দিয়েছেন তিনি। 

প্রথম দিনে বৃষ্টির জন্য মাঠে কোনো ক্রিকেটারই এসেছিলেন না। তবে দ্বিতীয় দিনে বেসির রিজার্সের মাঠে দেখা গেছে কিছুটা বৃষ্টি বিরতি। এ সময় পেসারদের নিয়ে উইকেট দর্শন করেছেন বাংলাদেশ কোচ স্টিভ রোডস। সে সময় ম্যাচের এই টেস্টে ফলাফল আসা সম্ভব বলে জানিয়েছেন তিনি। 

তিনি বলেন, ‘ক্রিকেট মূলত অদ্ভুত এক খেলা। আপনি প্রায়ই অনেক দুই দিন, তিন দিনের ম্যাচ দেখে থাকবেন। তাই এখনো ম্যাচে ফল আসা খুবই সম্ভব বলে মনে করি আমি। দেখা যাবে আগামীকাল প্রকৃতি আমাদের কেমন আবহাওয়া উপহার দেয়।’

এদিকে টেস্টের তৃতীয় দিনে টসে জীততে বাংলাদেশ যে বোলিং নেনে সেটি আগিই জানিয়ে রাখলেন তিনি। তিনি বলেন, ‘আশা করছি আগামীকাল আমরা টসে জিতবো এবং শুরুতেই নিউজিল্যান্ডের কিছু উইকেট তুলে নিতে পারব। যদি তা না হয় তাহলে দেখেশুনে কিছু রান করতে হবে।’

বেসির রিজার্ভের উইকেট যে পেসারদের আধিপত্ত থাকবে সেটি আজ উইকেটের চেহারা দেখেই আন্দাজ করা গেছে। যেখানে ঘাসের আধিক্য এত বেশি যে আউটফিল্ডের সঙ্গে উইকেটকে আলাদা করা বেশ মুশকিল। এজন্য বাংলাদেশের একাদশে চার পেসার খেলানোর সম্ভাবনা রয়েছে। এর আগে সবশেষ ২০০৩ সালে একাদশে চার পেসার খেলিয়েছিল বাংলাদেশ। 

Bootstrap Image Preview