Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দুই বছরের কোহলির সেঞ্চুরির সংখ্যায় পরাস্ত অন্য দেশের ব্যাটসম্যানদের সম্মিলিত সেঞ্চুরি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ মার্চ ২০১৯, ০১:৫৫ PM
আপডেট: ০৯ মার্চ ২০১৯, ০১:৫৫ PM

bdmorning Image Preview


শুক্রবার রাচিতে অস্ট্রেলিয়া বিপক্ষে কোহলির ওয়ানডেতে কোহলির ৪১ তম সত্বেও ৩২ রানের পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে ভারত। তবে গত দুই বছর ধরে কোহলির সেঞ্চুরির সংখ্যা অন্য একাধিক দেশের ব্যাটসম্যানদের সম্মিলিত সেঞ্চুরির সংখ্যাকেও পেছনে ফেলেছেন তিনি। 

একটি পরিসংখ্যানে দেখা গেছে ২০১৭ থেকে গতকালের ম্যাচ পর্যন্ত একদিনের ক্রিকেটে মোট ১৫ টি শতরান করেছেন কোহলি। গত দুই বছরে তিনি যতগুলি সেঞ্চুরি করেছেন,এই সময় মধ্যে অন্য কোনও ব্যাটসম্যান তো বটেই, চারটি দেশের দেশের সব ব্যাটসম্যানের মিলিত সেঞ্চুরির সংখ্যাও তার চেয়ে বেশি নয়।

দক্ষিণ আফ্রিকা দলের ব্যাটসম্যানদের ২০১৭ থেকে এ পর্যন্ত কোহলির সমসংখ্যক ১৫ টি সেঞ্চুরি রয়েছে।পাকিস্তানের ১৪ শতরান । এরপর রয়েছে বাংলাদেশ। ২০১৭ থেকে এ পর্যন্ত তাদের সব ব্যাটসম্যানদের সেঞ্চুরির সংখ্যা ১৩ টি। ওয়েস্ট ইন্ডিজের ১২ টি এবং পঞ্চম স্থানে থাকা শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের শতরানের সংখ্যা ১০। এই তালিকায় কোহলির চেয়ে এগিয়ে ইংল্যান্ড (২৮) এবং অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড (১৬ টি করে)। সবার ওপরে ভারত। কোহলির পাশাপাশি রোহিত শর্মার ১২ টি শতরানের সুবাদে ওই সময় পর্বে ভারতের মোট শতরানের সংখ্যা ৩৭।

শুধু তাই নয়, ওডিআই বাদ দিয়ে ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়েও শতরানের সংখ্যায় ২০১৭ থেকে কোনও কোনও দলকেও পিছনে ফেলে দিয়েছেন কোহলি। ২০১৭ থেকে এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে তাঁর শতরানের সংখ্যা ২৫। ওই সময় পর্বে এই তালিকায় কোহলির পর রয়েছে পাকিস্তান। তাদের ব্যাটসম্যানদের সম্মিলিত শতরানের সংখ্যা ২৪।

Bootstrap Image Preview