Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রীপুর সাংবাদিক সমিতির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

সাখাওয়াত হোসেন সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০৯ মার্চ ২০১৯, ১২:০৮ PM
আপডেট: ০৯ মার্চ ২০১৯, ১২:১০ PM

bdmorning Image Preview


গাজীপুরের শ্রীপুর উপজেলায় সাংবাদিক সমিতির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ মার্চ) রাত ৮ টায় বনলতা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন ও ডিজিটাল নিরাপত্তা আইনে দৈনিক যুগান্তরের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃত সাংবাদিকদের মুক্তির দাবি জানানো হয়।

সভার শুরুতে সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশর খবর’র গাজীপুর সদর উপজেলা প্রতিনিধি মোতাহার হোসেন খান বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন। কার্যবিবরণীতে সহ-সভাপতির পদ শূণ্য ঘোষণা করা হয়। কার্যবিবরণী সকল সদস্যের সম্মতিক্রমে সভাপতি অনুমোদন করেন।

সভায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা ও শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি প্রভাষক আবু বকর সিদ্দিক আকন্দ (ডেইলী স্টার), শ্রীপুর প্রেস ক্লাব’র সহ-সভাপতি আলমগীর হোসেন (আলোকিত প্রতিদিন), শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী আকতার হোসেন (ভোরের ডাক), শ্রীপুর প্রেস ক্লাব’র সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জর্জ (ভোরের কাগজ), শ্রীপুর প্রেস ক্লাব’র নির্বাহী সদস্য মোক্তার হোসেন (বর্তমান), শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সহ-সভাপতি তাজুল ইসলাম সানি (বাংলাদেশ সমাচার), শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান আকন্দ (বাংলাদেশ প্রতিদিন),অর্থ বিষয়ক সম্পাদক সাদেক মিয়া (সবুজ নিশান), শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতি ও শ্রীপুর প্রেস ক্লাব’র সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক (ভোরের ডাক), শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির প্রচার সম্পাদক মোহাম্মদ শাহীনুর আলম (দিন প্রতিদিন), শ্রীপুর অন লাইন প্রেস ক্লাব’র সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (বর্তমান), শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাঈম মেহেদী (সকালের সময়), সাখাওয়াত হোসেন সানি (বিডি মনিং) প্রমূখ।

বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বড় বাধা ডিজিটাল নিরাপত্তা আইন। এ আইন দ্রুত বাতিল করতে হবে। সারাদশে ডিজিটাল নিরাপত্তা আইনে একের পর এক মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকদের কন্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে।

উপস্থিত সকল সদস্যের সম্মতিক্রমে সহ-সভাপতি এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বিতার মাঝে গোপন ব্যালটের মাধ্যমে দুইজনকে নির্বাচিত করা হয়। শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির উপদেষ্টা ও দৈনিক আলোকিত প্রতিদিন’র শ্রীপুর প্রতিনিধি আলমগীর হোসেন নির্বাচিত তাজুল ইসলাম সানি ও শাহীনূর আলমের নাম ঘোষণা করেন। 

Bootstrap Image Preview