Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রশাসনের অনুমতি ছাড়া ঢাবি এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ মার্চ ২০১৯, ১২:০২ PM
আপডেট: ০৯ মার্চ ২০১৯, ১২:০২ PM

bdmorning Image Preview


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন উপলক্ষে আগামী রবিবার (১০ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে সোমবার (১১ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাবি এলাকায় জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো: আছাদুজ্জামান মিয়া।

শনিবার (৯ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, এই সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাস ছাড়া কেউ ভেতরে প্রবেশ করতে পারবেন না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী ক্যাম্পাসে প্রবেশ করবে।

তিনি আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালযয়ে স্টিকার যুক্ত গাড়ি ও মোটরসাইকেল ছাড়া অন্যান্য যানবাহন ক্যাম্পাস এলাকাতে প্রবেশ করতে পারবে না।

ঢাবি কর্তৃপক্ষের কাছ থেকে সংবাদ সংগ্রহের অনুমতি নেওয়া সংবাদকর্মীরাই ওইদিন খবর সংগ্রহের কাজ করতে পারবেন বলেও জানান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

Bootstrap Image Preview