Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্রামে যাচ্ছেন ধোনি, ঘরের মাঠে শেষ ম্যাচ খেলে ফেললেন!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ মার্চ ২০১৯, ১০:৩৯ AM
আপডেট: ০৯ মার্চ ২০১৯, ১০:৩৯ AM

bdmorning Image Preview


অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৩২ রানে হেরেছে কোহলির দল। এটিই ঘরের মাঠে মহেন্দ্র সিং ধোনির শেষ ম্যাচ হয়ে বলে মনে করা হচ্ছে। কারণ পাঁচ ম্যাচ সিরিজের শেষ দুটি ওয়ানডেতে বিশ্রাম দেওয়া হচ্ছে তাকে।

বিশ্বকাপের আগে দেশের হয়ে শুক্রবার শেষ ম্যাচ খেলে ফেললেন ধোনি৷ কারণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের শেষ দু’টি ম্যাচে ধোনিকে বিশ্রাম দিয়ে ঋষভ পন্তকে দলে ফেরাচ্ছে ভারতীয় দল৷ এদিন ম্যাচের পর সাংবাদিক বৈঠক এমনটা জানিয়ে দেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার৷ তিনি বলেন, ‘সিরিজের শেষ দু’টি ম্যাচে ভারত বেশ কয়েকটি পরিবর্তন করতে চলেছে৷ শেষ দু’টি ওয়ান ডে থেকে ধোনিকে বিশ্রাম দেওয়া হয়েছে৷ পরিবর্তে দলে ফিরবেন উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্ত৷’ সিরিজের শেষ দু’টি ওয়ান ডে মোহালি ও দিল্লিতে৷

ভারত এই সিরিজের পর আবার এই বছরের শেষে অক্টোবরে ঘরের মাটিতে খেলবে। ততদিন সম্ভবত ধোনি অবসরের অপেক্ষা করবেন না। তাই মনে করা হচ্ছে ঘরের মাঠে শেষ ম্যাচ ধোনি খেলেই ফেললেন।

শুক্রবারের ম্যাচে ৪২ বলে মাত্র ২৬ রান করেই প্যাভিলিয়নে ফেরেন মাহি। ধোনির সংক্ষিপ্ত ইনিংস সাজানো ছিল ২টি চার এবং একটি ছয়ে। 

Bootstrap Image Preview