Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টি-টোয়েন্টি সর্বনিন্ম রানে অলআউট হওয়ার রেকর্ড গড়ে হারল উইন্ডিজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ মার্চ ২০১৯, ০৯:৪৩ AM
আপডেট: ০৯ মার্চ ২০১৯, ০৯:৪৩ AM

bdmorning Image Preview


টি-টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন ও সব মিলিয়ে দ্বিতীয় সর্বনিম্ন স্কোরের রেকর্ড গড়ে ম্যাচ হারল ওয়েষ্ট ইন্ডিজ।প্রথমে ব্যাট করে ইংল্যান্ডের ১৮২ রানের জবাবে ১১.৫ ওভারেই ৪৫রানে অলআউট হয়ে যায় গেইলরা। ফলে ১৩৭ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় ইংলিংশ। ক্যারিবিয়ানরা এর আগে কখনো এত বড় ব্যবধারে টি-টোয়েন্টিতে হারের মুখোমুখি হয়নি।

সেন্ট কিটসে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৩২ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পরে ইংলিশরা। পরবর্তীতে জো রুটের ৪০ বলে ৫৫ ও ছয়ে নামা স্যাম বিলিংসের ৪৭ বলে ৮৭ রানের ইনিংসে ১৮২ পর্যন্ত গিয়েছিল ইংল্যান্ড।

শেষ বলে গিয়ে আউট হওয়ার আগে বিলিংস মেরেছেন ১০টি চার ও ৩টি ছয়। ডেভিড উইলির সঙ্গে জুটিতে উঠেছে ২৫ বলে ৬৮ রান, যেখানে বিলিংসের অবদান ১৬ বলে ৫৩ রান!  

জবাবে ব্যাট হাতে দাঁড়াতেই পারেনি ক্যারিবিয়ানরা। হেটমায়ার আর ব্র্যাথওয়েট ১০ রান করে পেলেও দুই অংকের ঘরে পৌঁছাতে পারেনি আর কোনো ব্যাটসম্যান। হোল্ডার ও ব্রাভো রানের খাতাই খুলতে পারেননি। গেইল ৫ এবং শাই হোপের ব্যাট থেকে আসে ৭ রান। 

২ ওভারে মাত্র ৬ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন পেসার ক্রিস জর্ডান। এছাড়া জো ডেনলি, আদিল রশিদ ও লিয়াম প্লানকেট নেন ২টি করে উইকেট। 

তিন ম্যাচের সিরিজে ২-০ তে সিরিজ নিশ্চিত হলো ইংল্যান্ডের। আগামী ১১ মার্চ একই মাঠে হবে তৃতীয় ও শেষ ম্যাচ।এটি ওয়েস্ট ইন্ডিজের হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। 

Bootstrap Image Preview