Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাবিতে নারী দিবস উপলক্ষে আলোর মিছিল

শাহাবুদ্দীন ইসলাম, রাবি প্রতিনিধি:
প্রকাশিত: ০৮ মার্চ ২০১৯, ১০:৪৩ PM
আপডেট: ০৮ মার্চ ২০১৯, ১০:৪৩ PM

bdmorning Image Preview


‘সবাই মিলে ভাবি, নতুন কিছু করি, সমতার নতুন বিশ্ব গড়ে তুলি’ স্লোগানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ‘আলোর মিছিল’ অনুষ্ঠিত হয়। স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং ফোরাম, বিশ্ববিদ্যালয় শাখা এ মিছিলের আয়োজন করে।

শুক্রবার (০৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে মোমবাতি হাতে নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

মিছিলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ, বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র লীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিলে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু বলেন, ‘আজ আন্তর্জাতিক নারী দিবস। এদিবসটি যাতে ভবিষতে এই আলোর মতো উজ্জ্বল থাকে সর্বত্র আরো আলো ছাড়াতে পারে সেই উদ্দেশ্যে আমাদের এই আলোর মিছিল।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র লীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন,  ‘আমরা হাতে যে মোমবাতিটি জ্বালিয়ে আছি এটি আসলে আলোর প্রতীকী। এই আলো যাতে কোনো নির্দিষ্ট সময়ে না থেকে এর ব্যাপ্তি যাতে সবার মাঝে ঘটে যায়। নারীরা আলোকজ্জ্বোল হয়ে উঠুক, আলোর পথে এগিয়ে যাক। এই উদ্দেশ্যে আমরা এ আলোর মিছিলে অংশগ্রহণ করেছি।’

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং ফোরাম রাবি শাখা ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সরাসরি তত্ত্বাবধানে ক্যাম্পাসে শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবীমূলক কাজ ও শিক্ষার্থীদের সাথে পুলিশের সম্পর্ক উন্নয়নে কাজ করে আসছে।

Bootstrap Image Preview