Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাবিতে মিডিয়া বিষয়ক প্রতিযোগিতা শুরু

শাহাবুদ্দীন ইসলাম, রাবি প্রতিনিধি
প্রকাশিত: ০৮ মার্চ ২০১৯, ০৯:৩০ PM
আপডেট: ০৮ মার্চ ২০১৯, ০৯:৩০ PM

bdmorning Image Preview


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফেক নিউজ চিহ্নিত ও প্রতিরোধ, ফেসবুক লাইভসহ সামাজিক মাধ্যমে সাংবাদিকতার আরো বিস্তার, অনলাইনে প্রতিষ্ঠানকে আরো সমৃদ্ধ এবং আর্থিকভাবে লাভবান ও শিক্ষণ কৌশল প্রণয়ন করা বিষয়ে তিন দিনব্যাপী ‘মিডিয়া টেক চ্যালেঞ্জ বুট ক্যাম্প-২০১৯’প্রতিযোগিতা শুরু হয়েছে।

আজ শুক্রবার (০৮ মার্চ) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ল্যাবে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং জার্মানির ডয়েচে ভেলে একাডেমির যৌথ উদ্যোগে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক আ-আল-মামুন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক বিমল কুমার প্রামানিক, ডয়েচে ভেলে একাডেমির এশিয়া অঞ্চলের প্রজেক্ট ম্যানেজার এন্ড্রিয়া মার শ্যাল ও প্রতিষ্ঠানটির বাংলাদেশ কনসালটেন্ট ড. লুৎফা আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানের মিডিয়া বুটক্যাম্প নিয়ে কর্মশালা পরিচালনা করেন ডয়েচে ভেলের প্রশিক্ষক মারক্যাস বয়েশ, ওলগা কিসেলম্যান ও ডেনিয়েল সাইডজ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তানজিনা রহমান বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে আগামী দিনের সাংবাদিকতার নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল প্রণয়ন করা সম্ভব এবং সাংবাদিকতাকে সত্যিকার অর্থে জনস্বার্থে ব্যবহার করা সম্ভব হবে।

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার শাওন বলেন, তথ্যপ্রযুক্তির নতুন নতুন ধারণাকে আরো মানুষের কাছে পৌছানোর জন্য বিভিন্ন অ্যাপ ও আইডিয়া প্রস্তুতের এ প্রতিযোগিতার মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মেধা আরো বিকশিত হবে।

প্রতিযোগিতায় গণযোগাযোগ ও সাংবাদিকতা ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এবং জাতীয় পর্যায়ের গণমাধ্যম ব্যবস্থাপকদের সমন্বয়ে কয়েকটি গ্রুপ অংশগ্রহণ করে।

Bootstrap Image Preview