Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাবি’র ভারপ্রাপ্ত উপাচার্য হলেন অধ্যাপক নুরুল আলম

আসিফ, জাবি প্রতিনিধি
প্রকাশিত: ০৮ মার্চ ২০১৯, ০৮:৪২ PM
আপডেট: ০৮ মার্চ ২০১৯, ০৮:৪২ PM

bdmorning Image Preview


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন উপ-উপাচার্য (শিক্ষা) ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক নুরুল আলম।

শুক্রবার বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে এই তথ্য জানা যায়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলাম অসুস্থ থাকায় তার স্থলাভক্তি করা হয় অধ্যাপক নুরুল আলমকে।

এবিষয়ে অধ্যাপক নুরুল আলম বলেন, আমাকে নির্দিষ্ট দিন ধরে দ্বায়িত্ব দেওয়া হয়নি।উপাচার্য সেরে উঠলেই আমি আমার পুরোনো দ্বায়িত্ব ফিরে যাব।

তিনি আরো বলেন, আমি নতুন কোন দাপ্তরিক সিদ্ধান্ত নিব না। শুধু রুটিন কাজগুলো করার জন্য আমাকে দ্বায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে ২০১৮ সালের ১৪ আগস্ট অধ্যাপক নুরুল আলমকে উপ-উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ দেয় রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ।

অধ্যাপক ড. মো. নূরুল আলম ১৯৫৭ সালে ঢাকা জেলার ধামরাই থানায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বোর্ড থেকে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পাস করেন। পরে ১৯৭৬ সালে স্নাতক ও ১৯৭৭ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। ১৯৮২ সালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি দেশের বাইরে ইংল্যান্ড ও ইতালি থেকে ডিগ্রি নিয়েছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন দায়িত্ব পালন করেছেন অধ্যাপক ড. মো. নূরুল আলম। তিনি দুইবার ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া প্রভোস্ট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ৩ বার সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।

Bootstrap Image Preview