Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যে কারণে ছাঁটাই হয়েছে পাকিস্তানের ১৮শ’ নারী কেবিন ক্রু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০১৯, ০৭:৪১ PM
আপডেট: ০৮ মার্চ ২০১৯, ০৭:৪১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


১৮শ’ কেবিন ক্রুকে ছাঁটাই করেছে পাকিস্তানের সরকারি বিমান সংস্থা ‘পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন’ (পিআইএ)। অতিরিক্ত ওজনের তাদেরকে ছাঁটাই করা হয়েছে বলে জানিয়েছে এয়ারলাইন কর্তৃপক্ষ।

গত ১ জানুয়ারি সংস্থাটির ক্যারিয়ার জেনারেল ম্যানেজার আমির বশির স্বাক্ষরিত এক আদেশে এ কথা বলা হয়েছে।

আদেশে বলা হয়েছে, প্রতি মাসে পাঁচ পাউন্ড করে ওজন কমাতে হবে কেবিন ক্রুদের। এর ফলে ছয় মাসে যদি ৩০ পাউন্ড কমে তবেই তারা বিমানে দায়িত্ব পালনে সক্ষম হবেন।

সিএনএন এক প্রতিবেদনে জানায়, ইতোমধ্যেই সকল কেবিন ক্রুদের ওজন পরীক্ষা করে তা প্রকাশ করা হয়েছে। এমনকি এখন থেকে কেবিন ক্রুদের ওজন নিয়মিতভাবেই পরীক্ষা করা হবে এবং তা রক্ষণাবেক্ষণ করা হবে। এছাড়াও ওজন যাতে বাড়তে না পারে সেজন্য প্রতি মাসে গ্রুমিং সেলেও নিয়ে যাওয়া হবে।

Bootstrap Image Preview