Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাটিরাঙ্গায় ৪০ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালিত

আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ০৮ মার্চ ২০১৯, ০৭:২৫ PM
আপডেট: ০৮ মার্চ ২০১৯, ০৭:২৫ PM

bdmorning Image Preview


খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৪০ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান অলিম্পিয়াড-২০১৯ এর সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৮ মার্চ) সকাল ১১টায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়ামে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহতাছিম বিল্লাহ্'র সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকলকে বিজ্ঞান ভিত্তিক সমাজ তৈরি করতে হবে উল্লেখ করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।

প্রধান অতিথীর বক্তব্যে তিনি আরো বলেন, বিজ্ঞানের এ যুগে আমরা কোন অংশে পিছিয়ে নেই। সকল ক্ষেত্রে আজ আমরা সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছি। বিজ্ঞানের অভুতপূর্ব অবাদানের ফলে আমরা মহাকাশে যাত্রা শুরু করেছি।

এ সময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, মাটিরাঙ্গা উপজেলা প্রেস ক্লাবে সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভুঁইয়াসহ মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

এর আগে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার বিভীষণ কান্তি দাশ বিজ্ঞান ও প্রযুক্তিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অসাধারণ প্রদর্শনীর জন্য বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।

Bootstrap Image Preview