Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিকিনি প্রতিযোগিতায় বাঙালি অনন্যার সাহসি লড়াই!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০১৯, ০৭:০৯ PM
আপডেট: ০৮ মার্চ ২০১৯, ০৭:০৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বডিবিল্ডিং বা মাসল বিল্ডিং শব্দটির সঙ্গে আমরা সকলেই পরিচিত। সাধারণত সকলের ধারণা বডিবিল্ডিং শুধু ছেলেদের জন্য। মেয়েদের জন্য নয়। সেখানে মেয়েদের বিকিনি পরে বডিবিল্ডিং প্রতিযোগিতা! তবে মোদবহুল একেবারেই চলবে না। শরীরের প্রতিটি অঙ্গের ভাঁজ ঠিক থাকবে। সোজা বাংলায় যাকে সেক্সি বলা যায়। তবে ভারতীয় উপমহাদেশে অনেকে মেয়েরাই এই বিষয়টি জানেন না।

এমনকী চর্চা বা প্রতিযোগিতাও খুব কম হয়। কিন্তু ভারতে এমন এক মেয়ে আছেন যিনি বিকিনি বডি প্রতিযোগী হিসেবে দেশের তাবড় তাবড় প্রতিযোগীদের টেক্কা দিয়েছেন। তিনি অনন্যা ঘোষাল। পেশায় আই টি কর্মী। কলকাতা শহরেরই বাসিন্দা।

অনন্যা জানালেন, ছোট থেকেই নিয়মিত শরীরচর্চা করেন। জিম করেন। সেখান থেকেই তার ট্রেনর ইন্দ্রনীল মাইতি তাকে আবিষ্কার করেন। বোঝান বিকিনি বডি কনটেস্ট আসলে কী। আর সেখান থেকেই শুরু চর্চা। তবে তাঁর আক্ষেপ কলকাতায় এমন প্রতিযোগীতার আয়োজন খুবই কম হয়। বলতে গেলে হয়ই না।

Bootstrap Image Preview