Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইউটিউবে গ্রেনেড ছোঁড়া শিখে ৩ জনকে মারল স্কুলছাত্র!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০১৯, ০৬:১৯ PM
আপডেট: ০৮ মার্চ ২০১৯, ০৬:২০ PM

bdmorning Image Preview


কাশ্মীরের বাসস্ট্যান্ডে ভয়াবহ গ্রেনেড বিস্ফোরণের দায়ে অভিযুক্ত নবম শ্রেণির ছাত্রটি তার টিফিন বাক্সের ভিতর গ্রেনেডটি রেখে দিয়েছিল। টিফিন বাক্সের ভিতরে ছিল শুকনো ভাত। তার মধ্যেই গুঁজে রাখা ছিল ওই ভয়াবহ গ্রেনেড। এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার (৭ মার্চ) গ্রেনেডটির বিস্ফোরণে তিন জনের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও ৩২ জন। জম্মু থেকে ২০ কিলোমিটার দূরের নাগরোটা চেকপয়েন্ট থেকে দক্ষিণ কাশ্মীরের কুলগামের বাসিন্দা ওই কিশোর।

পুলিশ সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, গোয়েন্দাদের কাছে আগে থেকেই খবর ছিল যে, জম্মুতে হামলা হতে পারে। সেই কারণে আগে থেকেই সতর্ক হয়ে গিয়েছিলেন তারা। ফলে বিস্ফোরণের এক ঘণ্টার মধ্যেই ১৫ বছরের ওই কিশোরকে আটক করে ফেলা সম্ভব হয়।

কিশোরটি পুলিশকে জানিয়েছে, ইউটিউবের ভিডিও দেখে সে নিজেই গ্রেনেড ছোঁড়া শিখেছিল। বাসস্ট্যান্ডে বাসের ভেতর থেকেই সে গ্রেনেডটির বিস্ফোরণ ঘটায়।

এক পুলিশ কর্মকর্তা জানান, আমরা এখন তদন্ত করে দেখছি, কীভাবে জম্মুতে এসে পৌঁছল ওই কিশোর। কারণ, এর আগে সে কখনওই জম্মুতে আসেনি। তাই তার পক্ষে রাস্তাঘাট চেনা সম্ভব ছিল না।

জম্মু কাশ্মীরের ইনস্পেক্টর জেনারেল অব পুলিশ এম কে সিনহা বলেন, এই হামলার পিছনে রয়েছে হিজবুল মুজাহিদিন। ওই জঙ্গি সংগঠনেট কুলগাম শাখার প্রধান ফারুক আহমেদ ভাটই কীভাবে গ্রেনেডটি নিয়ে যেতে হবে তা শিখিয়ে দিয়েছিল ওই কিশোরকে।

Bootstrap Image Preview