Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে পত্নীতলায় মানববন্ধন

সিয়াম সাহারিয়া, পত্নীতলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮ মার্চ ২০১৯, ০৫:৩৪ PM
আপডেট: ০৮ মার্চ ২০১৯, ০৫:৩৪ PM

bdmorning Image Preview


দৈনিক যুগান্তরের ছয় সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃত দুই সাংবাদিকের মুক্তির দাবিতে পত্নীতলায় মানববন্ধন  অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার দুপুরে উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড প্রেসক্লাবের সামনে সাংবাদিক সমাজ ও স্বজন সমাবেশে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

পত্নীতলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও যুগান্তরের পত্নীতলা প্রতিনিধি আবু সাঈদের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান, সাবেক সভাপতি আব্দুর রহিম, ধামইরহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালেক সরদার, সাপাহার প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মানিক, পোরসা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক রইচ উদ্দীন, ধামইরহাট উপজেলা প্রেসক্লাবের আহবায়ক আবু মুছা স্বপন, যুগ্ম আহবায়ক মেহেদি হাসান, পত্নীতলা প্রেস ক্লাবের সহ-সভাপতি মনিরুজ্জামান চৌধুরী মিলন, সদস্য কাউছার আলী, উপজেলা মক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা আকবর আলী, নিরাপদ সড়ক চাই এর কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. এম.এ গফুর, নওগাঁ জেলার মেডিকেল টেকনোলজিষ্ট নেতা মো.মাহফুজুল হক প্রমূখ।

মানববন্ধনে যুগান্তরের কেরানিগঞ্জ প্রতিনিধি আবু জাফর ও লোহাগড়া প্রতিনিধি মো.সেলিম উদ্দীনের মুক্তিসহ সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমুলক মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়।

Bootstrap Image Preview