Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

মোঃ মনিরুজ্জামান, কুড়িগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ০৮ মার্চ ২০১৯, ০৫:১৩ PM
আপডেট: ০৮ মার্চ ২০১৯, ০৫:১৩ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯ স্থগিত করা হয়েছে। গত বুধবার হাইকোর্ট এক রিট আবেদনের ফলে এ নির্বাচন স্থগিত করা হয়েছে।

শুক্রবার (৮ মার্চ) সকালে কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীন এক মতবিনিময় সভায় জানান, আগের রাতে আদালতের আদেশের কপি আমরা হাতে পেয়েছি।

জানা গেছে, ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়া বাংলাদেশের সঙ্গে একীভূত হওয়ার পর ওই এলাকার অধিবাসীদের পাশের তিনটি ইউনিয়নের সঙ্গে ভাগ করে দেওয়া হয়। তাতে আপত্তি জানিয়ে আলাদা ইউনিয়নের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন স্থানীয়রা।

এরই মধ্যে ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে গত ৬ মার্চ তা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করেন উত্তর কামালপুর গ্রামের বাসিন্দা শরীফ উদ্দিন।

জেলা প্রশাসক সুলতানা পারভীন সাংবাদিকদের জানান, আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলে নির্বাচন স্থগিতের বিষয়ে নিশ্চিত হয়েছি। আগামী ১০ মার্চ ফুলবাড়ী উপজেলার নির্বাচন হচ্ছে না।

উক্ত মতবিনিময় সভায় পুলিশ সুপার মেহেদুল করিম, কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল জামাল হোসেন, কুড়িগ্রামের ৫ উপজেলার জন্য নিযুক্ত রিটার্নিং অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম রাকিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯ এ ফুলবাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী ছিলেন।

Bootstrap Image Preview