Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মেক্সিকোতে অভিবাসী বোঝাই ট্রাক উল্টে নিহত ২৫

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০১৯, ০৪:২৫ PM
আপডেট: ০৮ মার্চ ২০১৯, ০৪:২৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মেক্সিকোতে একটি ট্রাক দুর্ঘটনায় কমপক্ষে ২৫ অভিবাসীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মেক্সিকোর দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার রাতে সেন্ট্রাল আমেরিকার অভিবাসী বোঝাই একটি ট্রাক দুর্ঘটনা কবলিত হলে এই হতাহতের ঘটনা ঘটেছে।

গুয়াতেমালা সীমান্তের কাছে মেক্সিকোর সিয়াপাস রাজ্যে ওই দুর্ঘটনা ঘটেছে। রাজ্যের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের তরফ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে যে, তিন টনের একটি ট্রাক রাস্তায় উল্টে গেছে।

প্রতি বছর সেন্ট্রাল আমেরিকা বিশেষ করে হুন্ডুরাস, এল সাভাদর এবং গুয়াতেমালা থেকে হাজার হাজার অভিবাসী মেক্সিকো হয়ে বিপজ্জনক পথ পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করে। অনেকেই মানব পাচারকারীদের সহায়তা নেয়। মানব পাচারকারীরা এসব লোকজনকে জনবহুল ট্রাকে করে সীমান্ত পার হতে সাহায্য করে।

Bootstrap Image Preview