Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পটুয়াখালীতে অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৮ মার্চ ২০১৯, ০১:৩৬ PM
আপডেট: ০৮ মার্চ ২০১৯, ০১:৩৬ PM

bdmorning Image Preview


অধিগ্রহণকৃত ভূমিতে অবস্থিত সকল অবকাঠামোর ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছে পটুয়াখালীর কলাপাড়ার লালুয়ার ক্ষতিগ্রস্থ ছয় শতাধিক পরিবারের সদস্যরা।

আজ শুক্রবার বেলা এগারটায় লালুয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজারে এ কর্মসূচিতে অংশ গ্রহণ করে ওই সব পরিবারের নারী-পুরুষসহ এলাকাবাসী।

জেলার কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডের চান্দুপাড়া মৌজায় জমি অধিগ্রহণ প্রক্রিয়া চূড়ান্ত করেছে পায়রা বন্দর কর্তৃপক্ষ। যেখানে থাকা বসতবাড়িসহ স্থাপনা গণনাসহ যাচা-বাছাইয়ের কাজ বৃহস্পতিবার শুরু করে জেলা অধিগ্রহণ বিভাগ। স্থানীয়দের অভিযোগ তাদের ঘরের মেরামতসহ যেসব কাজ করেছেন তা তালিকাভুক্ত না করায় তারা ক্ষতিরশঙ্কা করছেন। বর্তমানে এ ঘটনাকে কেন্দ্র করে লালুয়ার সাধারণ মানুষের মধ্যে প্রচন্ড ক্ষোভ বিরাজ করছে।

এসময় পটুয়াখালী ভূমি অধিগ্রহণ শাখার নানা অনিয়মের অভিযোগ তুলে, এর সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বক্তব্য রাখেন স্বজল বিশ্বাস, ফুর্তি তালুকদার, টুলু বিশ্বাস, সানু ফকির প্রমুখ। তারা বলেন, তারা মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য কৃষিজমি, বসতভিটা দিয়েছেন। এখন তারা যথাযথ ক্ষতিপুরন যাতে নির্বিঘ্নে পেতে পারেন তার ব্যবস্থা করা হোক।  

Bootstrap Image Preview