Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বরিশালের ৬ উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০১৯, ১২:৪৯ PM
আপডেট: ০৮ মার্চ ২০১৯, ০১:০৪ PM

bdmorning Image Preview


তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বরিশালের ৯ টি উপজেলার মোট ৬ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। এর ফলে চূড়ান্তভাবে নির্বাচনে অংশ গ্রহণের জন্য মোট ৫৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

তবে এর মধ্যে একক প্রার্থী হওয়ায় ৬টি উপজেলায় চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হতে যাচ্ছেন। একইভাবে ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ টি উপজেলায় ৩জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। 

গৌরনদীতে সৈয়দা মনিরুন্নাহার মেরী, আগৈলঝাড়ায় আব্দুর রইচ সেরনিয়াবাত, বানারীপাড়ায় গোলাম ফারুক, বাকেরগঞ্জে শামচুল আলম চুন্নু, মুলাদীতে তরিকুল হাসান মিঠু খান এবং বরিশাল সদরে সাইদুর রহমান রিন্টু চেয়ারম্যান পদে একক প্রার্থী হওয়ায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করার অপেক্ষায় নির্বাচন কমিশন।

ভাইস চেয়ারম্যান পদে গৌরনদী, আগৈলঝাড়া এবং উজিরপুরে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। একইভাবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে গৌরনদী, আগৈলঝাড়া এবং বাবুগঞ্জ উপজেলায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। 

জেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল আলম জানান, আজ শুক্রবার প্রতীক বরাদ্দের সময় যে সব উপজেলায় একক প্রার্থী রয়েছে তাদের বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। এছাড়া যেসব উপজেলায় একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে আজ তাদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। 

Bootstrap Image Preview