Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রশাসনিক উচ্চপদস্থ ৫৩৫ নারী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০১৯, ১২:৩৫ PM
আপডেট: ০৮ মার্চ ২০১৯, ১২:৩৫ PM

bdmorning Image Preview


বর্তমানে প্রশাসনের উচ্চপদে ৫৩৫ জন নারী দায়িত্ব পালন করছেন। কোনো ক্যাডারের নয় সরকারের পদ হিসেবে বিবেচিত উপসচিব থেকে সচিব পর্যন্ত পদগুলোতে এ নারী কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন।

নারী কর্মকর্তা ও সিভিল সার্ভিসের নারী কর্মকর্তাদের সংগঠনের নেতারা জানিয়েছেন, নীতি-নির্ধারণী হিসেবে বিবেচিত এসব পদে আগের যেকোনো সময়ের চেয়ে নারীরা ভালো অবস্থানে রয়েছেন। তবে নারীরা যে হারে চাকরিতে আসছেন সেই তুলনায় নীতি-নির্ধারণী পর্যায়ে নারীদের সংখ্যা কাঙ্ক্ষিত পর্যায়ে নেই। এ জন্য দায়িত্বশীল পুরুষ সহকর্মীদের কাছ থেকে আরও নারীবান্ধব মানসিকতা আশা করছেন তারা।

বর্তমানে প্রশাসনে সিনিয়র সচিব, সচিব ও ভারপ্রাপ্ত সচিব রয়েছেন ৭৮ জন। এর মধ্যে নারী কর্মকর্তা রয়েছেন ৬ জন। নারীদের হার প্রায় ৮ শতাংশ।

বৃহস্পতিবারের (৭ মার্চ) তথ্য অনুযায়ী, নারী অতিরিক্ত সচিব রয়েছেন ৮১ জন, মোট অতিরিক্ত সচিবের সংখ্যা ৫২৬ জন। ৭৩৮ জন যুগ্ম-সচিবের মধ্যে নারী রয়েছেন ৮৭ জন, প্রশাসনে নারী উপসচিব রয়েছেন ৩৬১ জন। বর্তমানে মোট উপসচিবের সংখ্যা এক হাজার ৮৪০ জন।

বিসিএস উইমেন নেটওয়ার্কের উপদেষ্টা (সর্বশেষ সরকারি কর্মকমিশনের সচিব পদ থেকে পিআরএলে গেছেন) আকতারী মমতাজ জানান, যদি মাঠ পর্যায়ে তাকান তবে দেখতে পারবেন মেয়েরা দায়িত্বশীল বিভিন্ন পদে আসছেন, কাজ করছেন। কিন্তু উপরের দিকে হয়তো একটু সমস্যা আছে। তবে আগের তুলনায় অনেকটা ভালো।

তিনি আরও বলেন, আমরা সচিব পর্যন্ত গিয়েছি। আমাদের সেভাবে কেউ এগিয়ে দেয়নি, কেউ এগিয়ে দেয় না। তারপরও বলব প্রশাসনে নারীদের অবস্থানটা আগের চেয়ে সুদৃঢ় হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সর্বশেষ ২০১৭ সালের পরিসংখ্যান প্রকাশ করেছে। সেই পরিসংখ্যান অনুযায়ী, সরকারি চাকরিতে মোট নারীর সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ৮১৯ জন।

নারীদের মধ্যে প্রথম শ্রেণির সরকারি চাকরিতে কর্মরত রয়েছেন ৩০ হাজার ৪২ জন, দ্বিতীয় শ্রেণিতে ৪০ হাজার ৫৬৩ জন। সবচেয়ে বেশি নারী রয়েছেন তৃতীয় শ্রেণির সরকারি চাকরিতে, এ স্তরে নারীর সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ৭৮০ জন। চতুর্থ শ্রেণির চাকরিতে নারীদের সংখ্যা ৪৯ হাজার ৪৩৪ জন।

প্রশাসনে নারীর অবস্থানের বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ বলেন, নারীর ক্ষমতায়ন যাতে নিশ্চিত হয়, কর্মস্থলকে যাতে নারীবান্ধব করা যায়, শিক্ষার ক্ষেত্রে যে সব সুবিধা দিলে নারীরা এগিয়ে আসবে সবক্ষেত্রেই সরকার উদ্যোগ গ্রহণ করেছে। সরকার এসডিজি বাস্তবায়নের জন্য দৃঢ় প্রতিজ্ঞ। শুধু জনপ্রশাসন মন্ত্রণালয় নয়, সব মন্ত্রণালয় ও বিভাগই তাদের অধিক্ষেত্রের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় আসার আগে দেখেছি একজন নারীকে নামে মাত্র একদিনের জন্য সচিব করা হয়। সেই অবস্থা থেকে তো আমরা অনেক দূর এসেছি। প্রশাসনে প্রতিবছরই নারী কর্মকর্তাদের সংখ্যা বেড়েই যাচ্ছে।

বিসিএস উইমেন নেটওয়ার্কের এক তথ্যে দেখা গেছে, নারী বিসিএস প্রশাসন ক্যাডারে ২১ শতাংশ, পুলিশ ক্যাডারে ৯ শতাংশ, পররাষ্ট্র ক্যাডারে ২৫ শতাংশ, স্বাস্থ্য ক্যাডারে ১৭ শতাংশ, শিক্ষা ক্যাডারে ২৭ শতাংশ, পরিবার পরিকল্পনা ক্যাডারে ১৩ শতাংশ, কর ক্যাডারে ১১ দশমিক ২ শতাংশ, অডিট ক্যাডারে ২০ শতাংশ, পরিসংখ্যান ক্যাডারে ৯ দশমিক ৮ শতাংশ।

সর্বশেষ বৃহস্পতিবারের তথ্য অনুযায়ী, প্রশাসনে ৫ জন সিনিয়র সচিব, সচিব বা সচিব পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

এরা হলেন- সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জুয়েনা আজিজ, পরিকল্পনা কমিশনের সদস্য শামীমা নার্গিস, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার, বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রৌনক জাহান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব উম্মুল হাসনা।

Bootstrap Image Preview