Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাবিতে ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ   

আসিফ আল-মামুন, জাবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ১০:২৭ PM
আপডেট: ০৭ মার্চ ২০১৯, ১০:২৭ PM

bdmorning Image Preview


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে স্মরণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

বৃহস্পতিবার (৭ মার্চ) এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েলা রানার নেতৃত্বে ২০০ শতাধিক নেতাকর্মী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বলেন, ১৯৭১ সালের এই দিনেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন।

৪৮ বছর আগে সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) স্বাধীনতাকামী ৭ কোটি মানুষকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বঙ্গবন্ধু বলেছিলেন, 'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম'। বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে আপামর বাঙ্গালী জনতা পাকিস্থানীদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আর নয় মাসের সেই সশস্ত্র সংগ্রামের পর বাংলাদেশের স্বাধীনতা এনেছে।

তিনি আরও বলেন, ৭ মার্চের ভাষণ বাঙালি জাতির একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। এই ভাষণ শুনে এদেশের মানুষ অধিকার আদায়ের চূড়ান্ত সংগ্রামের উদ্বুদ্ধ হয়েছিল। তাই স্বাধীন বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধু ও তার ৭ মার্চের ভাষণ চির অমর হয়ে থাকবে। বঙ্গবন্ধু আমাদের স্মৃতিতে অম্লান হয়ে থাকবেন।

এছাড়া ৭ মার্চ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দিনব্যাপী কর্মসূচির মধ্যে বঙ্গবন্ধুকে স্মরণে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর ডকুমেন্টারি প্রদর্শন এবং আলোচনা করা হয়।

উক্ত আলোচনায় উপস্থিত ছিলেন, প্রক্টর আ.স.ম ফিরোজ উল-হাসান, আইন অনুষদের ডিন অধ্যাপক বশির অহমেদ, সহকারী প্রক্টর মহিবুর রউফ শৈবাল এবং শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা।
 

 

Bootstrap Image Preview