Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে বিশ্ব নারী দিবস-২০১৯ উদযাপিত

বশির আলমামুন, চট্টগ্রাম প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ০৯:৪৪ PM
আপডেট: ০৭ মার্চ ২০১৯, ০৯:৪৪ PM

bdmorning Image Preview


আনন্দ উৎসবের মধ্য দিয়ে চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর উদ্যোগে পালন করা হয় বিশ্ব নারী দিবস-২০১৯।

বৃহস্পতিবার (৭ মার্চ) এ দিবস পালন করা হয়।

এবারকার 'Think Equal Build Smart Innovate for Change' প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বেলুন উড়িয়ে ও কেক কেটে দিবসটি শুরু করেন চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সদস্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের প্রাক্তন মহিলা সাংসদ সাবিহা নাহার বেগম।

চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নারী পুরুষের সমতা আনয়নের লক্ষ্যে আমাদেরকে সামাজিকভাবে সকলের মানসিকতার পরিবর্তনের উপর কাজ করতে হবে। যতদিন পর্যন্ত আমরা আমাদের মানসিকতার পরিবর্তন করতে পারবো না, ততদিন পর্যন্ত আমাদের সমতা আনয়ন সম্ভব নয়।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট ইন-চার্জ ও সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফা পরিবার থেকে আমাদের মানসিকতার পরিবর্তনের উপর জোর দিয়ে বলেন, পরিবারই হচ্ছে সমাজের মূল কেন্দ্রবিন্দু। নারী পুরুষের সমতার লক্ষ্যে পরিবার থেকেই যদি মানসিকতা পরিবর্তন শুরু হয় তাহলে আপনা-আপনি সমাজ বদলে যাবে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সমবেতভাবে সকালের প্রাতঃরাশ। চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সদস্য নারী উদ্যোক্তারা সকাল ৭টা থেকেই আগ্রাবাদ হোটেলের সুইমিং পুল প্রাঙ্গণে সমবেত হয়ে একে-অন্যের মাঝে শুভেচ্ছা বিনিময় করেন এবং একসাথে প্রাতঃরাশ সারেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে নারী পুরুষের সমতা আনয়নের উপর গুরুত্ব দিয়ে Women’s Walk for Equality এই শ্লোগানকে সামনে রেখে সমবেতভাবে র‌্যালি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট রুহী মোস্তফা, ভাইস-প্রেসিডেন্ট ডা. মুনাল মাহবুব, পরিচালক মন্ডলী ও সদস্যবৃন্দরা। 

Bootstrap Image Preview