Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাবিতে চতুর্থ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা আগামিকাল শুরু 

আবদুল্লা আল মাসুদ, শাবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ০৮:৫৩ PM
আপডেট: ০৭ মার্চ ২০১৯, ০৮:৫৩ PM

bdmorning Image Preview


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম বিতর্ক বিষয়ক সংগঠন সাস্ট স্কুল অব ডিবেট'র (এসডি) উদ্যোগে আগামি ৮ও ৯ মার্চ ২ দিনব্যাপী শুরু হতে যাচ্ছে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০১৯।

বৃহস্পতিবার (৭ মার্চ) বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির সাধারণ সম্পাদক শাহ মো: আদনান। 

এসময় তিনি বলেন, সাস্ট ন্যাশনালস ডিবেট ২০১৯ শিরোনামে এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মোট ২৪টি দল অংশগ্রহণ করছে।  

শুক্রবার (৮ মার্চ) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন সি এর গ্যালারি রুমে এই প্রতিযোগিতার প্রথম পর্ব শুরু হবে। পরবর্তীতে একই ভেন্যুতে শনিবার (৯ মার্চ) সন্ধ্যা ৬ টায় প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। 
 

Bootstrap Image Preview