Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মতলব উত্তরে পৌনে ৯ লাখ টাকার মাদকদ্রব্যসহ আটক ৩

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ০৮:২৬ PM
আপডেট: ০৭ মার্চ ২০১৯, ০৯:২০ PM

bdmorning Image Preview


চাঁদপুররে মতলব উত্তরে ২ হাজার ৮'শ পিস ইয়াবা, ৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১ কেজি গাঁজাসহ ৩ শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। যার আনুমানিক মূল্য ধরা হয়েছে ৮ লাখ ৬৩ হাজার ২০০ টাকা।  

বুধবার (৬ মার্চ) দিনগত রাতে মতলব উত্তর উপজেলার কালিপুর মেঘনা নদীর ট্রলার ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে মতলব উত্তর উপজেলার কালিপুর মেঘনা নদীর ট্রলার ঘাট এলাকা থেকে মুক্তিরকান্দি গ্রামের শুধাংশু দেবনাথের ছেলে সুজন দেবনাথ (২৫), পাঁচগাছিয়া গ্রামের আবদুর রশিদের ছেলে সোহেল (২৮) ও বাড়িভাঙ্গা গ্রামের আবুল কালামের ছেলে জাবেদকে (৩০) গ্রেফতার করা হয়েছে।

এসময় তল্লাশী করে ২ হাজার ৮'শ পেস ইয়াবা, ৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১ কেজি গাঁজা পাওয়া যায়।

মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুরশেদুল আলম ভূঁইয়ার নেতৃত্বে এএসআই হানিফ, এএসআই কাউসার, এএসআই জয়দেব এ অভিযান চালায়।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালিন কালীপুর ট্রলার ঘাট থেকে সুজন, সোহেল ও জাবেদ নামে ৩ শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মাদক ও সন্ত্রাসী মামলা রয়েছে। মাদক নির্মূলে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Bootstrap Image Preview