Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পত্নীতলায় বিরোধের জেরে পৌর মেয়রকে লাঞ্ছিত করার অভিযোগ

সিয়াম সাহারিয়া, পত্নীতলা প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ০৭:০১ PM
আপডেট: ০৭ মার্চ ২০১৯, ০৭:০১ PM

bdmorning Image Preview


নওগাঁর পত্নীতলায় সীমানা নিয়ে বিরোধের জেরে নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরীকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। 

এ ঘটনায় বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে পত্নীতলা থানা পুলিশ জয়নাল আবেদনী বাবু (৫০) নামে এক ইট ভাটা ম্যানেজারকে নিরাপত্তা হেফাজতে নিয়েছে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নজিপুর পৌর এলাকার ঠুকনীপাড়া মোড়ে ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম জাহাঙ্গীর আলমের ভাড়া নেওয়া জায়গায় হোটেল ব্যবসায়ী আমিনুল ইসলাম রাস্তার পাশে প্রাচীর তুলছিল। বৃহস্পতিবার পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী ঘটনাস্থলে গেলে এইচ.এম কোঃ লিমিটেড নামক ইট ভাটার ম্যানেজার জয়নাল আবেদীন বাবুর সাথে পৌর মেয়রের বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়।

বিষয়টি অবগত হওয়ার পর পত্নীতলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জয়নাল আবেদীন বাবুকে নিরাপত্তা হেফাজতে নিয়ে আসে।

এ বিষয়ে পৌর মেয়র রেজাউল কবীর চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে পত্নীতলা থানার ওসি পরিমল চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি।

Bootstrap Image Preview