Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সুনামগঞ্জে মোটরসাইকেল চাপায় স্কুলছাত্রী নিহত

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ০৩:৪৪ PM
আপডেট: ০৭ মার্চ ২০১৯, ০৩:৪৪ PM

bdmorning Image Preview


সুনামগঞ্জের তাহিরপুরে স্কুলে যাওয়ার পথে মোটরসাইকেলের চাপায় তৃতীয় শ্রেণীর এক মেধাবী ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ছাত্রীর নাম তানজিমা বেগম (১০)। সে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের রজনী লাইন গ্রামের আলী হোসেনের মেয়ে এবং রজনী লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।

নিহতেন পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে নিজ বাড়ী থেকে তানজিমা বেগম স্কুলে যাচ্ছিল। যাওয়ার পথে একটি মোটরসাইকেল রজনী লাইন মসজিদের সামনের রাস্তায় তাকে চাপা দিলে ঘটনাস্থলে সে ছাত্রী মারাত্মক আহত হয়। পরে পরিবারের লোকজন আহত তাকে উদ্ধার করে মঙ্গলবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন। বুধবার বিকাল ৩ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তানজিমা বেগম ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যুবরণ করে।

তানজিমার মৃত্যুর সংবাদে তার পরিবারসহ স্কুল সহপাঠিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত ছাত্রীর পিতা আলী হোসেন বলেন, তার মেয়ে স্কুলে আসার পথে মোটরসাইকেলে চাপায় আহত হয়ে বুধবার ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর জানান, এ বিষয়ে নিহতর পরিবার থেকে এখনও থানায় কিছু জানায়নি। তিনি বলেন, বিষয়টি খোঁজ খবর নেয়া হচ্ছে।

Bootstrap Image Preview