Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বড়াইগ্রামে মাটি বহনকারী ট্রলির ধাক্কায় নাতি নিহত, দাদা আহত

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ০৩:১৮ PM
আপডেট: ০৭ মার্চ ২০১৯, ০৩:১৮ PM

bdmorning Image Preview


নাটোরের বড়াইগ্রামের নগর জালোড়া গ্রামে মাটি বহনকারী ট্রলির ধাক্কায় রাফিউল ইসলাম রাফি নামে চার বছরের এক শিশু মারা গেছে। এসময় আহত হয়েছে শিশুটির দাদা রওশন আলী সেখ (৬০)। তাকে বড়াইগ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জালোড়া-মেরিগাছা গ্রামীণ সড়কের জালোড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাফি ওই গ্রামের রতন মিয়া ছেলে।

বড়াইগ্রাম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক রেজাউল করিম জানান, সকালে বাড়ি সংলগ্ন গ্রামীণ সড়কে নাতিকে নিয়ে দাদা হাঁটছিলো। এ সময় ট্রলিটি আসলে নাতিকে নিয়ে দাদা সাইড দিলেও দ্রুতগামী ট্রলিটি তাদের ধাক্কা মেরে দ্রুত পালিয়ে যায়। প্রতিবেশীরা দ্রুত দাদা-নাতিকে বড়াইগ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক নাতি রাফিকে মৃত ঘোষণা করে।

পুলিশ আরও জানায়, পাশ্ববর্তী মেরিগাছা গ্রামে আব্দুল্লাহ সেখের ফসলী জমিতে পুকুর কেটে সে মাটি ভাটাতে নিয়ে যাওয়ার সময় ট্রলিটি দাদা-নাতিকে ধাক্কা দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ ঘাতক ট্রলি ও এর চালককে আটকের চেষ্টা চালাচ্ছে। 
 

Bootstrap Image Preview