Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিজের নামাঙ্কিত গ্যালারি উদ্ধোধনে ধোনির না

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ০১:৫০ PM
আপডেট: ০৭ মার্চ ২০১৯, ০১:৫০ PM

bdmorning Image Preview


ভারতীয় দলের হয়ে তিন ফরম্যাটের দুটিতে জিতেছেন বিশ্বকাপ। তা সত্বেও তার মধ্যে নেই কেনো ঔদ্ধত্য। সর্বদায় তাকে দেখা যায় এক বিনয়ী চরিত্রে। যার প্রমাণ আবার রাখছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। নিজের নামাঙ্কিত প্যাভিলিয়ন উদ্ধোধন করবেন না ধোনি।

শুক্রবার ধোনির শহর রাচির ঝাড়খণ্ড রাজ্য ক্রিকেট স্টেডিয়ামের অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মাঠে নামছে ভারত। এই স্টেডিয়ামের সংস্থার কর্তারা ধোনির নামে একটি প্যাভিলিয়নের নামকরণ করেছেন। তবে নিজের নামের প্যাভিলিয়ন উদ্বোধন করতে অস্বীকৃতি জানিয়েছেন ধোনি।

ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব দেবাশিস চক্রবর্তী জানান, “গত বছর আমাদের বার্ষিক সাধারণ সভাতেই সিদ্ধান্ত হয়েছিল যে, মিডিয়া এনক্লোজার আর ভিআইপি বক্স সম্বলিত নর্থ ব্লক স্ট্যান্ডের নামকরণ করা হবে ধোনির নামে। আমরা ওকেই অনুরোধ করেছিলাম প্যাভিলিয়নটির উদ্বোধন করা জন্য। কিন্তু বিনয়ী ধোনি বলে, " দাদা আমি তো এই স্টেডিয়ামের একজন। ঘরের ছেলে নিজের ঘরেই উদ্বোধন করবে?"

 

প্রসঙ্গত, সুনীল গাওস্করের নামে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামে কলকাতার ইডেন গার্ডেন্সে স্ট্যান্ড রয়েছে। দিল্লির ফিরোজ শাহ কোটলায় একটি গেটের নামকরণ করা হয়েছিল বীরেন্দ্র শেওয়াগের নামে। ধোনির নামে প্যাভিলিয়ন সেই তালিকায় নবতম সংযোজন।

Bootstrap Image Preview