Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তামিম ও মুস্তাফিজের খেলা নিয়ে আশাবাদী মাহমুদুল্লাহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ০১:০২ PM
আপডেট: ০৭ মার্চ ২০১৯, ০১:০২ PM

bdmorning Image Preview


রাত পোহালেই কিউইদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামছে বাংলাদেশ দল। এই ম্যাচেও কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। কারণ দ্বিতীয় টেস্টেও বাংলাদেশ পাচ্ছে না দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে। অন্যদিকে হালকা চোট পাওয়া তামিমের খেলা নিয়ে আশাবাদী মাহমুদুল্লাহর। ম্যাচের আগে আজ সাংবাদিকদের এমনটাই আভাস দিলেন তিনি। 

নিউজিল্যান্ড সফরের শুরু থেকে চাপে রয়েছে বাংলাদেশ দল। হাতের ইনজুরির জন্য নিউজিল্যান্ড সফরে যেতেই পারেননি সাকিব আল হাসান। এরপর তৃতীয় ওয়ানডেতে নতুন করে পাজর ও হাতের কবজির ইনজুরিতে পড়েছেন মুশফিকুর রহিম। আবার নতুন করে যুক্ত হয়েছে তামিম ইকবালের হালকা চোট। 

ম্যাচের আগে দলের ইনজুরি নিয়ে কথা বললেন মাহমুদুল্লাহ। তিনি বলেন, ‘তামিমের ব্যাপারে আমি আশাবাদী। আজ ও ব্যাটিং করেছে। ওর খেলা নিয়ে আমি আশাবাদী। আর মুশফিককে হয়তোবা পরের  ওয়েলিংটনের ম্যাচে পাচ্ছি না। তৃতীয় ম্যাচে আমরা অবশ্যই ওকে পাব।’

ওয়েলিংটনে মুস্তাফিজের খেলার বিষয়ে আগেই আভাস দিয়েছিলেন স্টিভ রোডস। এবার তেমনটাই আভাষ দিলেন মাহমুদুল্লাহ। তবে কার জায়গার খেলবেন তিনি সেটি নিশ্চিত নয়। প্রথম টেস্টে খালেদ আহমেদ, ইবাদত হোসেন ও আবু জায়দে রাহী খেলেছিন। তাই মুস্তাফিজ ফেরার তিন পেসারের মধ্যে একজনকে একাদশের বাইরে যেতে হবে এটা নিশ্চিত। 

রিয়াল বলেন, ‘ওরা (তিন পেসার) অনেক কিছু চেষ্টা করেছে। শর্ট বল, বাইরেও করেছে। আরেকটু ধারাবাহিক হলে ভালো লাগবে। অবশ্যই ওরা ভালো বোলার। ওদের একটু সময় দিতে হবে। আর মোস্তাফিজ হয়তোবা অবশ্যই ফিরবে। তবে কার জায়গায় সেটি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।’

Bootstrap Image Preview