Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডি ককের পর  রাবাদা তোপে হারল শ্রীলঙ্কা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ১১:২১ AM
আপডেট: ০৭ মার্চ ২০১৯, ১১:২১ AM

bdmorning Image Preview


ওয়ানডে সিরিজে জয়ের ধারাবাহিকতা বজায় রাখল সাউথ আফ্রিকা। জোহানেসবার্গের পর এবার সেঞ্চুরিয়ানে বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে জয় তুলে নিল আফ্রিকা। সফরকারী শ্রীলঙ্কাকে তারা ১১৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে। 

সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে টস হেরে ব্যাট করতে করতে নামে আফ্রিকা। শুরুটা দারুণ করলেও মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৪৫.১ ওভারে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়ে যায় ২৫১ রানে৷

এদিন আফ্রিকার হয়ে সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেন ওপেনার ডি-কক। তিনি ৭০ বল থেকে ৯৪ রানের ইনিংস খেলেন। এছাড়া ফ্যাফ ডু প্লেসিস করে ৫৭ রান। ইনিংসের ৩৮তম ওভারে একটা সময় ৪ উইকেটে ২২০ রান তুলেও দক্ষিণ আফ্রিকা অলআউট হয় ২৫১ রানে। মিলার  ৪৫.১ ওভারে শেষ হয় আফ্রিকার ব্যাটিং। 

শ্রীলঙ্কার হয়ে থিসারা পেরেরা ৩টি এবং মালিঙ্গা ও ডি’সিলভা ২টি করে উইকেট নেন৷ একটি করে উইকেট ফার্নান্দো, রজিতা ও ধনঞ্জয়ার৷

পরে দক্ষিণ আফ্রিকার পেসারদের তোপে পড়ে ১৩৮ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন ফার্নান্দো৷ কুশল মেন্ডিস করেন ২৪ রান৷ থিসারা পেরেরার সংগ্রহ ২৩৷ 

একটা সময় শ্রীলঙ্কার স্কোর ছিল ৩ উইকেটে ৯২। এরপরই নামে ধস। ৪৬ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ৩২.২ ওভারে দেড়শর আগেই গুটিয়ে যায় সফরকারীরা। ৩১ রানে শেষ ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা।

৪৩ রানে ৩ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার রাবাদা। এর মধ্যে প্রথম উইকেটটি নিয়ে ওয়ানডেতে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন ২৩ বছর বয়সি এই পেসার। অন্য দুই পেসার লুঙ্গি এনগিডি ১৪, আনরিচ নরজে ২৫ ও লেগ স্পিনার ইমরান তাহির ৩৯ রান দিয়ে নেন ২টি করে উইকেট। ম্যাচসেরা হন ডি কক।
 

Bootstrap Image Preview