Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুয়াকাটায় শিক্ষার্থীদের সঙ্গে বাণিজ্যিক ক্যামেরাম্যানদের সংঘর্ষ, আহত ১১

জাহিদুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৬ মার্চ ২০১৯, ১০:৪৭ PM
আপডেট: ০৬ মার্চ ২০১৯, ১০:৪৭ PM

bdmorning Image Preview


ফুটবল খেলাকে কেন্দ্র করে কুয়াকাটা সমুদ্র সৈকতে শিক্ষা সফরে আসা পটুয়াখালী সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থী ও সৈকতের ক্যামেরাম্যানদের সংঘর্ষের ঘটনায় ৮ শিক্ষার্থী ও ৩ ক্যামেরাম্যান আহত হয়েছে।

বুধবার (৬ মার্চ) দুপুরের পরে সৈকতের জিড়ো পয়েন্টে এ ঘটনায় গুরুতর আহত কলেজছাত্র মাসুদ রানা, আসিফ, হিমেল ও মশিউর এবং ক্যামেরাম্যান রাজুকে তুলাতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের জুনিয়র ইন্সটেক্টর মাহাদী হাসান শিহাব জানান, প্রায় ৪০০ শিক্ষার্থী ও শিক্ষকরা কুয়াকাটায় শিক্ষা সফরে আসেন। দুপুরে ছাত্ররা সৈকতে ফুটবল খেলার সময় ক্যামেরাম্যানরা তাদের বাঁধা দেয়। কথা কাটাকাটির একপর্যায়ে ক্যামেরাম্যানরা হামলা চালায় ছাত্রদের উপর। এরপর সংঘর্ষ বাধে।

আহত ক্যামেরাম্যান রাজু জানান, তারা পর্যটকদের সৈকতে ফুটবল খেলতে নিষেধ করছিল। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্ররা সংঘবদ্ধ হয়ে তাদের ওপর হামলা চালায়। ক্যামেরা ভাংচুর করে।

প্রত্যক্ষদর্শী পর্যটকরা জানান, কুয়াকাটা সৈকতে ক্যামেরাম্যানরা যে কোন পর্যটক আসলেই ছবি তোলার জন্য পিছু নেয়। তাদের কাছে ছবি না তুললেই তারা পর্যটকদের সঙ্গে খারাপ ব্যবহার করে। কলেজছাত্ররা ছবি না তোলায় তাদের কটুক্তি করায় বাদানুবাদের এক পর্যায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, কোনপক্ষই থানায় অভিযোগ দেয়নি। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করে নিয়েছে বলে জেনেছি।

Bootstrap Image Preview