Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সংসদে সরকারের সমালোচনা করে আ’লীগের এমপির ক্ষোভ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ মার্চ ২০১৯, ১০:২২ PM
আপডেট: ০৬ মার্চ ২০১৯, ১০:২২ PM

bdmorning Image Preview


সময় অনুযায়ী বড় বড় প্রকল্প বাস্তবায়ন না হওয়া নিয়ে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন আ’লীগের এমপি ও সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ।

বুধবার (৬ মার্চ) রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এভাবেই সমালোচনা করেন সাবেক মন্ত্রী।

এ সময় তার পাশে বসে থাকা সরকারি দলের সদস্য বারণ করলে তিনি বলেন, আমি সরকারি দলের এমপি বলে বলতে পারব না? আমি মরে গেলে বলবে কে?

তিনি বলেন, আমি পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি থাকায় আমি যখন বিভিন্ন মন্ত্রণালয়কে ডাকি যখন প্রশ্ন করি সঠিকভাবে উত্তর দিতে পারেন না। যখন বলি এটা করছেন, এক বছর আগে ৩০০ কোটি টাকা এক বছরের মধ্যে নিয়ে আসলেন ৫০০ কোটি টাকা। বলছেন আরো দুই বছর লাগবে । তার মানে তারা যখন প্রকল্পটা তৈরি করে তখনই ঠিকমত তৈরি করতে পারে না।

সংসদে সরকারের প্রশংসা করা এমপিদের উদ্দেশে তিনি আরও বলেন, এই সংসদে অনেক বক্তা আছেন, তুখোর বক্তা বলে যাচ্ছেন বাংলাদেশ এগিয়ে যাবে। এই, ওই সব হচ্ছে বড় বড় প্রকল্প। প্রধানমন্ত্রী আপনি অনেক পরিশ্রম করেন, বঙ্গবন্ধুরমত সাহস আছে। আপনার বুদ্ধিমত্তা অনেক বেশি। আপনি দেখতে পারেন কোথায় কি হচ্ছে। কিন্তু বাস্তবায়নের জন্য প্রত্যেকটা প্রজেক্ট সম্পর্কে আপনি জানেন না। ৩০০ কোটি টাকার প্রকল্প তিন বছরের শেষ করা কথা থাকলেও, এক বছর যেতে না যেতেই এটা নিয়ে আসে ৫০০ কোটি লাগব। সময় লাগবে আরো দুই বছর। এমন কোন প্রজেক্ট নাই যেগুলো সময়মত বাস্তবায়িত হয়। সময়মত প্রজেক্ট বাস্তবায়ন করতে আপনার লাগবে দক্ষ জনবল। ইউ ডোন্ট হ্যাব দিস. দিস ইজ ভেরি আনফরচুনেট।

Bootstrap Image Preview