Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফলকে নাম না থাকায় বৈঠকেই জুতাপেটা করলেন এমপি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ মার্চ ২০১৯, ১০:০৮ PM
আপডেট: ০৬ মার্চ ২০১৯, ১০:০৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


প্রকল্পের ফলকে নাম না থাকায় ভারতের উত্তরপ্রদেশের বিজেপির সংসদ সদস্য শরদ ত্রিপাঠী একই দলের বিধায়ক রাকেশ বাগেলকে বৈঠকে জুতাপেটা করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে দেশটিতে।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে, একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর নিয়ে এমন অপ্রীতিকর ঘটনা ঘটেছে। কবিরনগর জেলায় উত্তরপ্রদেশ সরকারের জেলা সমন্বয় কমিটির বৈঠক চলছিল। সেখানে জনপ্রতিনিধি ও আমলারা উপস্থিত ছিলেন। কয়েক দিন আগেই ওই এলাকায় একটি প্রকল্পের নামফলক তৈরি করা হয়। কিন্তু ওই নামফলকে বিধায়ক রাকেশ বাগেলের নাম থাকলেও সংসদ সদস্য শরদ ত্রিপাঠীর নাম নেই।

সংসদ সদস্যের নাম কেন নেই জানতে প্রশ্ন করনে বিধায়ককে। বিধায়কের উত্তর ছিল, তার নির্বাচনী ক্ষেত্রে যাবতীয় সরকারি প্রকল্পের দায়-দায়িত্ব নিজের ওপর। তাই নিজের নামই রাখা হয়েছে।

এতেই ক্ষেপে যান বিজেপি সংসদ সদস্য। তিনি উত্তেজিত হয়ে নির্দেশ দেন, ওই নাম ফলকে তার নামও ঢোকাতে হবে। এ সময় বিধায়ক জানান, একবার নামফলক তৈরি হয়ে গিয়েছে। এখন আর তাতে অন্য কারও নাম ঢোকানো সম্ভব নয়।

এতেই আরও ক্ষিপ্ত হয়ে ভরা বৈঠকের মধ্যেই পা থেকে জুতো খুলে বিধায়ককে পেটাতে শুরু করেন ওই সংসদ সদস্য। তার সঙ্গে চলতে থাকে অকথ্য ভাষায় গালাগালি।

আচমকা আক্রমণের ধাক্কা সামলে প্রতিরোধ ও পাল্লা জবাব দিতে শুরু করেন বিধায়কও। তিনিও সংসদ সদস্যকে চড় মারতে শুরু করেন।

দুই নেতার এমন পরিস্থিতি থামাতে কিছুক্ষণের মধ্যেই ছুটে আসেন পুলিশ কর্মীরা। বিধায়ক কিছুটা শান্ত হলেও সংসদ সদস্য তখনও ক্ষেপে আছেন। শেষ পর্যন্ত পুলিশ সদস্যরা তাকে বাইরে নিয়ে যান।

এ ঘটনার ভিডিও গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় উঠে। দুজনের বিরুদ্ধেই কড়া ব্যবস্থা নেওয়ার দাবিও উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

উত্তরপ্রদেশ বিজেপি সূত্র জানায়, দলও সেই পথেই এগোচ্ছে। সংসদ সদস্য ও বিধায়ক দুজনের বিরুদ্ধেই কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে বলে।

Bootstrap Image Preview