Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাবিপ্রবি’র বর্ষসেরা খেলোয়াড় রিজভী ও তানিয়া

শাবি প্রতিনিধি
প্রকাশিত: ০৬ মার্চ ২০১৯, ০৯:৪৩ PM
আপডেট: ০৬ মার্চ ২০১৯, ০৯:৪৩ PM

bdmorning Image Preview


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এবারের প্রতিযোগীতায় ছাত্রদের মধ্যে বর্ষসেরা খেলোয়ার নির্বাচিত হয়েছে পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মেহেীদ হাসান রিজভী এবং ছাত্রীদের মধ্যে একই বর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মাহফুজা তানিয়া।

বুধবার (৬ মার্চ) বিকাল  সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদেরকে খেলাধুলায় উৎসাহিত করে। কারণ খেলাধুলা মনকে প্রফুল্ল ও সতেজ রাখে যা তাদের শিক্ষাজীবনের জন্য অপরিহার্য। শিক্ষার্থীদের জন্য খেলাধুলার সুযোগ সুবিধা বৃদ্ধি করার লক্ষ্যে অচিরেই ক্যাম্পাসে আধুনিক ইনডোর স্টেডিয়াম প্রতিষ্ঠা করা হবে এবং প্রতিবন্ধীদের জন্য আগামী বার্ষিক ক্রীড়ায় বিশেষ ইভেন্টের ব্যবস্থা করা হবে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন খেলাধুলা ও ক্রীড়া উপকমিটির সভাপতি প্রফেসর ড. মো. রাশেদ তালুকদার এবং শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম সাইফুল ইসলাম। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক চৌধুরী সউদ-বিন-আম্বিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন শারীরিক শিক্ষা দপ্তরের উপপরিচালক জনাব মেহের আফরোজ।

উল্লেখ্য, এ বছর মোট ২১টি ইভেন্টে ২৮৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। তা ছাড়া শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আরো ১৩টি ইভেন্ট আয়োজন করা হয়।

Bootstrap Image Preview