Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাবিতে সড়ক দুর্ঘটনায় রুয়েট শিক্ষকসহ আহত ৩

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ০৬ মার্চ ২০১৯, ০৭:৪৫ PM
আপডেট: ০৬ মার্চ ২০১৯, ০৭:৪৫ PM

bdmorning Image Preview


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ তিন জন আহত হয়েছেন।

বুধবার (৬ মার্চ) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, রুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ইলিয়াস রহমান, রাবি পরিবহন টেকনিকাল কর্মচারী সমিতির সাবেক সভাপতি ও সিএনবি রুটের বাস চালক আবদুস সাত্তার। আহতদের মধ্যে একজনের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রুয়েটের শিক্ষক ইলিয়াস মোটরবাইক চালিয়ে রাবির স্টেশন বাজার থেকে রুয়েট ক্যাম্পাসের দিকে যাচ্ছিলেন। অন্যদিকে পরিবহন বাস ড্রাইভার আবদুস সাত্তার বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে থেকে স্টেশন বাজারের অভিমুখে যাচ্ছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে পোঁছলে উভয়ের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রুয়েট শিক্ষক ইলিয়াসসহ তিন জন আহত হয়।

আহত বাস চালক আবদুস সাত্তার রাবি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন এবং শিক্ষক ইলিয়াস রহমান রুয়েট মেডিকেল সেন্টারে ভর্তি রয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান জানান, গণমাধ্যমকর্মীদের মাধ্যমে শুনেছি বাইকের মুখোমুখি সংঘর্ষে রুয়েট শিক্ষকসহ তিন জন আহত হয়েছে। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি বলে জানান তিনি।

Bootstrap Image Preview