Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাটিরাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন

আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ০৬ মার্চ ২০১৯, ০৫:৪৭ PM
আপডেট: ০৬ মার্চ ২০১৯, ০৫:৪৭ PM

bdmorning Image Preview


খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এ বছর দিবসটির প্রতিপদ্য হচ্ছে ‘সবাই মিলে ভাবো নতুন কিছু করো, নারী-পুরুষ সমতায় নতুন বিশ্ব গড়ো’।

আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে বুধবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা মহিলা বিষয়ক অধিদফতর ও জাতীয় মহিলা সংস্থা মাটিরাঙ্গা শাখার আয়োজনে মানববন্ধনে প্রধান বক্তব্যে রাখেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাশ।

তিনি বলেন, নারীরা আজ পিছিয়ে নয় তারা পুরুষের পাশাপাশি দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে সমৃদ্ধ করতে এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নে বৃহৎ নারী সমাজ গোষ্ঠী একত্রিত হয়ে কাজ করায় আজকের দেশের প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হয়েছে।

মানববন্ধনে অন্যান্যদের মাধ্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়েদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল, আওয়ামী লীগের মাটিরাঙ্গা শাখার সাধারণ সম্পাদক সুবাস চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview