Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ব্র্যাকের এক শিক্ষকের সমান সরকারি ৫ শিক্ষক, বললেন গণশিক্ষা প্রতিমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ মার্চ ২০১৯, ০৫:৩৩ PM
আপডেট: ০৬ মার্চ ২০১৯, ০৫:৩৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, ব্র্যাকের এক শিক্ষকের সমান সরকারি পাঁচ শিক্ষক। কেন জানি আমরা অনেক পিছনে পড়ে আছি।

আজ বুধবার (৬ মার্চ) ব্র্যাক পরিচালিত স্কুলের শিক্ষার্থীদের রচনা সংকলন ‘প্রতিভা’র দ্বিতীয় সংখ্যার প্রকাশনা অনুষ্ঠান রাজধানীর বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে ব্রাক শিক্ষক ও সরকারি স্কুল শিক্ষকদের মান নিয়ে কথা বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ব্র্যাকের এক টিচারের মত আমাদের পাঁচটা টিচারও পড়াইতে পারে না। এখানে কোথায় যেন আমাদের ব্যর্থতা আছে তা এই মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরে দেখছি।

তিনি আরও বলেন, বর্তমানে সরকারি প্রাথমিকে যে পড়াশুনা হয় তারচেয়ে ব্র্যাকের পড়াশুনা অনেক ভালো। এইটা আমি স্বীকার করি। আমি এটার জন্য দুঃখ প্রকাশ করি। আমার শিক্ষকদের আমি প্রচুর বেতন দেই, তাদের অনেক সুযোগ সুবিধা দেই। তাদের ভবন আছে। সুন্দর সুন্দর ব্যবস্থাপনা আছে। কিন্তু ব্র্যাকের একটি টিচার দিয়ে পড়াশোনা করা হয়।

Bootstrap Image Preview