Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনী এলাকায় না যেতে সাংসদ মজিদ খানকে চিঠি

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ০৬ মার্চ ২০১৯, ০৪:৫৯ PM
আপডেট: ০৬ মার্চ ২০১৯, ০৪:৫৯ PM

bdmorning Image Preview


হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরিগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খানকে বানিয়াচং উপজেলা নির্বাচনে ভোট প্রদান ছাড়া নির্বাচনী এলাকায় অবস্থান এবং কোন প্রার্থীর পক্ষে সরাসরি কেনো প্রচারণায় অংশ না নিতে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন হবিগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মুহাম্মদ নাজিম উদ্দিন।

বানিয়াচং উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খানের অভিযোগর পরিপ্রেক্ষিতে সোমবার (৫ মার্চ) এ চিঠি দেয়া হয়।

ইকবাল হোসেন খান বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় সম্প্রতি দলের বর্ধিত সভায় এমপি মজিদ খানের উপস্থিতিতে তাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়।

রিটানিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার চিঠিতে উল্লেখ করেন, ‘উপজেলা পরিষদ নির্বাচনী আচরণবিধির ২০১৬ এর ২২(১) অনুসারে সরকারি সুবিধাভোগী গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে নির্বাচন পূর্ব সময়ে নির্বাচনী এলাকায় প্রচারণা ও নির্বাচন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন না। আবেদনকারীর দাবি অনুযায়ী একজন সংসদ সদস্য হিসেবে এক প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন যা নির্বাচন বিধির স্পষ্ট লঙ্ঘন।

উল্লেখিত বিধি প্রতিপালনের লক্ষ্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খানকে ভোট প্রদান ব্যতীত বানিয়াচং উপজেলায় অবস্থান, নির্বাচনী প্রচারনায় অংশগ্রহণ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়। চিঠিতে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখার স্বার্থে সহযোগিতা করার জন্য তাকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন, বানিয়াচং উপজেলার সহকারি রিটানির্ং অফিসার ও বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকার।

এর আগে গত রবিবার জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের বরাবরে পাঠানো এক অভিযোগপত্রে ইকবাল হোসেন খান জানান, উপজেলা পরিষদ নির্বাচন আচরণবিধি অনুযায়ী একজন সংসদ সদস্য সরকারি সুবিধাভোগী গুরুত্বপূর্ণ ব্যক্তি। গত ২৩ ফেব্রুয়ারি মার্কুলি বাজারে আওয়ামী লীগ আয়োজিত নৌকা মার্কার এক প্রচারণা সভায় এবং গত ২৮ ফেব্রুয়ারি বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদ মিলনায়তনে যুবলীগের বর্ধিত সভায় মজিদ খান এমপি নৌকা প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান- যা নির্বাচনী প্রচারভিযানের ৩, ২২ ধারার পরিপন্থি।

এ বিষয়ে সাংসদ আব্দুল মজিদ খানের মোবাইলে যোগাযোগ করারা চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইলটি ব্যস্ত থাকায় তার মন্তব্য নেওয়া হয়নি।

Bootstrap Image Preview