Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফুলবাড়ীতে বঙ্গবন্ধুর জন্মদিন ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৬ মার্চ ২০১৯, ০২:৫৫ PM
আপডেট: ০৬ মার্চ ২০১৯, ০২:৫৫ PM

bdmorning Image Preview


জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দিনাজপুর ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মার্চ) সকাল সাড়ে ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে সভার শুরুতে মহান স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের স্মরনে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী শাহ্, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের মন্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ হাসিনা ভুঁইয়া, ওসি তদন্ত সুলতান মাহমুদ, উপজেলা মৎস অফিসার মাজনুনাহার মায়া সরকারি কলেজের প্রভাষক জাহীদ হাসান কাদিরী, উপজেলা ভিডিপি আনছার কর্মকর্তা রাজ্জাক, কাজিহাল ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান মানিক রতন, সুজাপুর সরকারি মড়েল বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার, জি.এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনন্দ টিভি'র জেলা প্রতিনিধি মোঃ হারুন-উর-রশীদ, উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি শিক্ষক মোঃ হারুন-উর-রশীদ, এনজিও ফোরামের সভাপতি এম.এ কাইয়ুম আনছারী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকসহ সকল সরকারি দফতরের কর্মকর্তাগণ।

প্রস্তুতি সভায় সঠিক মাপের জাতীয় পতাকা উত্তোলন, ভোর সাড়ে ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি, বেসরকারি    প্রতিষ্ঠানের পুস্পমাল্য অর্পণ, বিভিন্ন শিক্ষা তিষ্ঠানে কর্মসূচি পালন, উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কালেজ মাঠে ক্রীড়া প্রতিযোগীতা আয়োজন, চিত্রাংকন, কবিতা আবৃত্তির আয়োজনসহ বিভিন্ন উদযাপনের উপর সিদ্ধান্ত গৃহীত হয়।  

Bootstrap Image Preview