Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঝিনাইদহে ২ গ্রুপের সংঘর্ষে আহত ২০

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ মার্চ ২০১৯, ০২:৪৫ PM
আপডেট: ০৬ মার্চ ২০১৯, ০২:৪৫ PM

bdmorning Image Preview


ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার ও জমা-জমি সংক্রান্তের বিরোধের জের ধরে আওয়ামী লীগের দুই গ্রুপের পৃথক সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের শৈলকুপা, ঝিনাইদহ ও কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সকালে পৃথক এ সংঘর্ষের ঘটনা ২টি ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই উপজেলার দেবতলা গ্রামে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে সাবেক চেয়ারম্যান শামছুজ্জামান পান্না খান ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মনোয়ার হোসেন মালিতা গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। ৩ দিন আগে পার্শ্ববর্তী জামসেদপুর গ্রামে দু’পক্ষের সমর্থকদের মাঝে বাক-বিতণ্ডা হয়।

এরই জের ধরে বুধবার সকালে পান্নার খানের সমর্থকেরা মালিতা গ্রুপের লোকজনের উপর ধাওয়া করে। পরে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উপজেলা যুবলীগের সহ-সভাপতি রবিউল ইসলাম, সোহরাব মালিতা, আয়ুব মালিতা, কুদ্দুস মালিতা, লুৎফর মালিতা, সাজ্জাদ হোসেন, টুকুন ও রেজাউল ইসলাম কটাসহ অন্তত ১২ জন আহত হয়। আহতদের শৈলকুপা ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে, উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আওয়ামী লীগের দু'গ্রুপের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ফজলু মৃধা, লিটন বিশ্বাস, মাজেদ বিশ্বাস ও মর্জিনা খাতুনসহ ৮ জনকে শৈলকুপা ও কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, দেবতলা ও মাধবপুর গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

Bootstrap Image Preview