Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জীবননগরে গণহত্যা, স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

মিঠুন মাহমুদ, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৬ মার্চ ২০১৯, ০১:৫২ PM
আপডেট: ০৬ মার্চ ২০১৯, ০১:৫২ PM

bdmorning Image Preview


জীবননগরে ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মার্চ) সকাল ১০টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতিমূলক আলোচনা সভায় উপস্থিত ছিলেন,    উপজেলা চেয়ারম্যান আবু মোঃ আঃ লতিফ অমল, জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি শেখ গনি মিয়া, জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলী আকতার, জীবননগর সরকারি আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যক্ষ মুন্সী আবু সাইফ মুকু, উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, সমবায় অফিসার মতেহার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান

আরও উপস্থিত ছিলেন, ডাঃ রফিকুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা সামনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, জীবননগর প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল কবির, সাংবাদিক জহিরুল ইসলাম, মিঠুন মাহমুদ, চাষী রমজান, এ আর ডাবলু, উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আযাদ, রায়পুর ইউপি চেয়ারম্যান আঃ রশিদ শাহ, সমাজ সেবক কাজী বদরুদ্দোজাসহ উপজেলার সকল দফতরের কর্মকর্তাগণ।  
 

Bootstrap Image Preview