Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কালীগঞ্জে মানববন্ধন 

সোহেল আহমেদ খান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৬ মার্চ ২০১৯, ০১:৩৪ PM
আপডেট: ০৬ মার্চ ২০১৯, ০১:৩৪ PM

bdmorning Image Preview


'সবাই মিলে ভাবো নতুন কিছু করো, নারী-পুরুষ সমতায় নতুন বিশ্ব গড়ো' প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে সারাদেশের মতো গাজীপুরের কালীগঞ্জেও অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন কর্মসূচি।

বুধবার (৬ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা মহিলা বিষয়ক অধিদফতর ও জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ শাখার আয়োজনে মানববন্ধনের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক।

এতে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আকতারুজ্জামান, কৃষি কর্মকর্তা কৃষিবীদ নাদির সিদ্দিকী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, যুব উন্নয়ন কর্মকর্তা ইউসুফ ভূঁইয়া, খাদ্য কর্মকর্তা মো. নাছির উদ্দিন, জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ শাখার কো-অর্ডিনেটর জেসমিন বেগম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জুয়েনা আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা।

এ সময় নারী এবং পুরুষদের হাতে বিভিন্ন ব্যানার, ফেস্টুন, পোস্টার ছিল।  

Bootstrap Image Preview